‘ফুলি আমার ভীষণ প্রিয়’, বললেন পাওলি, কে এই ‘ফুলি’?
ঠোঁটকাটা, সহজ মনের মানুষ ‘ফুলি’কে ভালবেসেছিলেন দর্শক। এই ছবির আগে এমন চরিত্রে অভিনয় করেননি পাওলি।

‘ফুলি আমার কাছে ভীষণ প্রিয়’। সোশ্যাল ওয়ালে যখন কোনও প্রিয়র কথা লেখেন পাওলি দাম, (Paoli Dam) তাঁর পরিচয় জানার কৌতূহল তো দর্শক মহলে থাকবেই। ফুলি আসলে দর্শকের পরিচিত এক নাম। ‘সাঁঝবাতি’র ফুলি। অর্থাৎ পাওলি দাম। ঠিক এক বছর আগে মুক্তি পেয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সাঁঝবাতি’। সেখানে ‘ফুলি’র চরিত্রে অভিনয় করেছিলেন পাওলি। এই চরিত্র তাঁর মনের কাছের। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
ঠোঁটকাটা, সহজ মনের মানুষ ‘ফুলি’কে ভালবেসেছিলেন দর্শক। এই ছবির আগে এমন চরিত্রে অভিনয় করেননি পাওলি। প্রতিটি পারফরম্যান্সে নিজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এই চরিত্রটিও তার ব্যতিক্রম নয়। হাসিখুশি মেয়েটি নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখে। গোটা ছবি জুড়ে পাওলির সারল্য যেন এই চরিত্রটিকে আরও জীবন্ত করে তুলেছিল। এমনটাই মনে করেছিল দর্শকদের একটা বড় অংশ।
View this post on Instagram
এই ছবির ‘চাঁদু’ অর্থাৎ দেবের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। সুপারস্টার দেব প্রতিটি ছবিতে নিজেকে ভাঙার চেষ্টা করেন। পছন্দের চিত্রনাট্য পেলে তবেই কাজ করতে রাজি হন তিনি। ‘সাঁঝবাতি’ দেবেরও অত্যন্ত পছন্দের একটি ছবি। পরিচালকদের মুন্সিয়ানার কথাও বারে বারে স্বীকার করেছেন তিনি। সব মিলিয়ে এক বছর পরে ফিরে দেখা ফ্রেমে ফিরে এল ‘সাঁঝবাতি’র ‘ফুলি’।
