Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মৃত্যু’র কথা লিখলেন পিয়া চক্রবর্তী, সঙ্গে চাইলেন ‘ক্ষমা’ও

Piya Chakraborty: গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী তাঁর সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে একটি কালো চশমা পরা ছবি আপলোড করেছেন। সেই ছবির সঙ্গে যে ক্যাপশনটি লিখেছেন পিয়া, তা দেখে অনেকেই হয়তো থমকেছেন। তিনি লিখেছেন, “আই অ্য়াম সরি” (আমি ক্ষমাপ্রার্থী)। তারপর লিখেছেন, “বাট দ্য ওল্ড মি কান্ট কাম টু দ্য ফোন রাইট নাউ। হোয়াই? ও, 'কজ় সি ইজ় ডেড!”। (এর বাংলা অর্থ: পুরনো আমিটা আর ফোনের কাছে যেতে পারবে না। কারণ, সে মৃত)।

‘মৃত্যু’র কথা লিখলেন পিয়া চক্রবর্তী, সঙ্গে চাইলেন ‘ক্ষমা’ও
পিয়া চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 1:24 PM

গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী তাঁর সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে একটি কালো চশমা পরা ছবি আপলোড করেছেন। সেই ছবির সঙ্গে যে ক্যাপশনটি লিখেছেন পিয়া, তা দেখে অনেকেই হয়তো থমকেছেন। তিনি লিখেছেন, “আই অ্য়াম সরি” (আমি ক্ষমাপ্রার্থী)। তারপর লিখেছেন, “বাট দ্য ওল্ড মি কান্ট কাম টু দ্য ফোন রাইট নাউ। হোয়াই? ও, ‘কজ় সি ইজ় ডেড!”। (এর বাংলা অর্থ: পুরনো আমিটা আর ফোনের কাছে যেতে পারবে না। কারণ, সে মৃত)।

হঠাৎ এ সব কেন লিখছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের সদ্য বিবাহিতা স্ত্রী? কেন তিনি ‘সরি’ বলছেন, কেনই বা তিনি বলছেন, ‘মরে গিয়েছেন’? আসলে যে কথাগুলো নিজের পোস্টে লিখেছেন পিয়া, তা বিখ্যাত আমেরিকান গায়িকা-গীতিকার টেলর সুইফ্টের লেখা একটি গানের লাইন। বর্তমানে গোটা পৃথিবী টেলর সুইফ্টের গানে গা ভাসিয়েছে। ব্যতিক্রম নন পিয়াও। তাই প্রিয় পপ গায়িকার গানের চারটি লাইন তিনি তুলে ধরেছেন নিজ সামাজিক মাধ্যমে।

পিয়া নিজেও ভাল গান করেন। তাঁর গাওয়া একাধিক ‘সিঙ্গলস’ মুক্তি হয়েছে (২০১৯, ২০২০ ও ২০২১-এ)। এহেন ‘গায়িকা’ পিয়া টেলর সুইফ্টের গানের লাইন পোস্ট করতেই তাঁর অনুগামীদের অনুরোধ, “এই গানটাই তা হলে এরপর আপলোড করবেন?” পিয়ার উত্তর, “এখনও শিওর নই আমি।”

টেলর সুইফ্টের গান ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের লাইন এটি। তাঁর ষষ্ঠ গানের অ্যালবাম ‘রেপ্য়ুটেশন’-এ প্রকাশিত হয় টেলরের এই গান। মুক্তি পায় ২০১৭ সালে। কথিত আছে, টেলর তাঁর প্রতিটি গানই কোনও না-কোনও প্রেমিকের থেকে আঘাত পেয়ে লিখেছেন। সেই কারণেই তাঁর গানগুলিকে বলা হয় ‘এক্স ফ্যাক্টর’। কারণ সেই গানগুলি টেলর লিখেছেন তাঁর প্রাক্তনদের উদ্দেশে। কম করে হলেও ২০-২৫টি গান টেলর লিখেছেন ‘এক্স’দের নিয়ে।

পিয়ার জীবনেও তাঁর প্রাক্তনকে ঘিরে কম জল ঘোলা হয়নি বিগত কয়েকদিনে। ২৭ নভেম্বর প্রেমিক অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন পিয়া। তিনি আগে বিয়ে করেছিলেন গায়ক-সঙ্গীত পরিচালক-গীতিকার অনুপম রায়কে। সোশ্যাল মিডিয়ায় পরমব্রত-পিয়া-অনুপমকে নিয়ে কম কাটাছেঁড়া হয়নি সেই পর্বে। ২৭ নভেম্বরের একদিন পরই, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পিয়াকে; কিডনিতে ছিল ৪ মিলিমিটারের একটি পাথর। অস্ত্রোপচারের পর কিডনিতে একটি স্টেন্ট-ও বসেছে তাঁর। সেই স্টেন্ট নিয়েই মধুচন্দ্রিমায় ইউরোপের ডাবলিনে গিয়েছিলেন পিয়া। অনুপমের প্রসঙ্গে এর আগে পিয়া TV9 বাংলাকে বলেছিলেন, “আমার এবং অনুপমের সম্পর্ক অতীতের। আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও, চিরকালই একে-অপরের শুভাকাঙ্খী থাকব আমরা।”