ডাক্তার দেখিয়ে বেরিয়ে এলেন বিরুষ্কা! দেখুন ভিডিয়ো

রণজিৎ দে |

Jan 07, 2021 | 6:50 PM

জানুয়ারিতেই নতুন অতিথি আসছে বিরুষ্কার ঘরে। ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সুখবরের জন্য। আজ সকালেই ডাক্তারের কাছে চেক-আপে গিয়েছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। চেক-আপের পর বাইরে বেরোলেই পাপারাৎজিরা ঘিরে ধরে হবু বাবা-মাকে।

Follow Us

জানুয়ারিতেই নতুন অতিথি আসছে বিরুষ্কার ঘরে। ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সুখবরের জন্য। আজ সকালেই ডাক্তারের কাছে চেকআপে গিয়েছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। চেকআপের পর বাইরে বেরোলেই পাপারাৎজিরা ঘিরে ধরে হবু বাবামাকে। প্রায় হাঁটুছোঁয়া একটা কালো সোয়েট টিশার্ট পরেছেন অনুষ্কা। পায়ে সাদা জুতো, মুখে সাদা মাস্ক। বিরাট পরেছেন ছাইরঙা টিশার্ট, সঙ্গে আর্মি জ্যাকেট। ডাক্তার দেখিয়ে দু’জনেই গাড়িতে উঠছেন। দেখুন সেই ভিডিয়ো।

বিরাট অস্ট্রেলিয়া থেকে সদ্যই ফিরেছেন। পিতৃত্বের ছুটি নিয়েছেন তিনি। প্রথম সন্তান বলে কথা, স্বাভাবিকভাবেই বিরুষ্কা দিন গুনছেন ওঁদের ভাবীসন্তানের জন্য। জুহুতে নতুন একটা বিলাস বহুল ফ্ল্যাটও কিনে নিয়েছেন তাঁরা। বিরাট যথেষ্ট কেয়ারিং। প্রেগন্যান্ট অনুষ্কাকে বিরাটের যোগ ব্যায়ামে সাহায্য করার ছবি সোশাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ভাবী সন্তান নিয়ে বিরুষ্কা ওভার প্রোটেকটিভ। অনুষ্কা তো স্পষ্টই জানিয়েছেন তাঁরা কোনওভাবেই নিজেদের সন্তানকে সোশাল মিডিয়ায় আনতে চান না। এমনকী পাপারাৎজিদের ক্যামেরার থেকেও দূরে রাখতে চান।

আরও পড়ুন :বিয়াল্লিশে বিপাশা, জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের ৭ অজানা গল্প: দেখুন ছবি

সম্প্রতি নিজের বাড়ির বারান্দায় নিরিবিলি সময় কাটাচ্ছিলেন বিরুষ্কা। খোশ মেজাজে গল্প করছিলেন হবু বাবামা। পাপারাৎজিদের ক্যামেরা সেখানেও রেহাই দেয়নি। বেজায় চটেছেন অনুষ্কা। নিজের ইনস্টাতে আবেদন জানিয়েছেন “ চিত্রগ্রাহক এবং সংবাদমাধ্যমকে এত বার করে বলা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করেছেন তাঁরা। দয়া করে এটি বন্ধ করুন।”

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিরুষ্কার ঘরে নতুন অতিথি এল বলে! অনুষ্কা জানিয়েছেন ডেলিভারির পরে একটু সুস্থ হয়েই আবার শুটিং শুরু করতে চান তিনি। নিজের সন্তান, সংসার,কাজ সবকিছু ব্যালেন্স করেই তিনি অভিনয়টা করতে চান। কারণ অভিনয় অনুষ্কাকে আনন্দে রাখে।

জানুয়ারিতেই নতুন অতিথি আসছে বিরুষ্কার ঘরে। ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সুখবরের জন্য। আজ সকালেই ডাক্তারের কাছে চেকআপে গিয়েছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। চেকআপের পর বাইরে বেরোলেই পাপারাৎজিরা ঘিরে ধরে হবু বাবামাকে। প্রায় হাঁটুছোঁয়া একটা কালো সোয়েট টিশার্ট পরেছেন অনুষ্কা। পায়ে সাদা জুতো, মুখে সাদা মাস্ক। বিরাট পরেছেন ছাইরঙা টিশার্ট, সঙ্গে আর্মি জ্যাকেট। ডাক্তার দেখিয়ে দু’জনেই গাড়িতে উঠছেন। দেখুন সেই ভিডিয়ো।

বিরাট অস্ট্রেলিয়া থেকে সদ্যই ফিরেছেন। পিতৃত্বের ছুটি নিয়েছেন তিনি। প্রথম সন্তান বলে কথা, স্বাভাবিকভাবেই বিরুষ্কা দিন গুনছেন ওঁদের ভাবীসন্তানের জন্য। জুহুতে নতুন একটা বিলাস বহুল ফ্ল্যাটও কিনে নিয়েছেন তাঁরা। বিরাট যথেষ্ট কেয়ারিং। প্রেগন্যান্ট অনুষ্কাকে বিরাটের যোগ ব্যায়ামে সাহায্য করার ছবি সোশাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ভাবী সন্তান নিয়ে বিরুষ্কা ওভার প্রোটেকটিভ। অনুষ্কা তো স্পষ্টই জানিয়েছেন তাঁরা কোনওভাবেই নিজেদের সন্তানকে সোশাল মিডিয়ায় আনতে চান না। এমনকী পাপারাৎজিদের ক্যামেরার থেকেও দূরে রাখতে চান।

আরও পড়ুন :বিয়াল্লিশে বিপাশা, জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের ৭ অজানা গল্প: দেখুন ছবি

সম্প্রতি নিজের বাড়ির বারান্দায় নিরিবিলি সময় কাটাচ্ছিলেন বিরুষ্কা। খোশ মেজাজে গল্প করছিলেন হবু বাবামা। পাপারাৎজিদের ক্যামেরা সেখানেও রেহাই দেয়নি। বেজায় চটেছেন অনুষ্কা। নিজের ইনস্টাতে আবেদন জানিয়েছেন “ চিত্রগ্রাহক এবং সংবাদমাধ্যমকে এত বার করে বলা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করেছেন তাঁরা। দয়া করে এটি বন্ধ করুন।”

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিরুষ্কার ঘরে নতুন অতিথি এল বলে! অনুষ্কা জানিয়েছেন ডেলিভারির পরে একটু সুস্থ হয়েই আবার শুটিং শুরু করতে চান তিনি। নিজের সন্তান, সংসার,কাজ সবকিছু ব্যালেন্স করেই তিনি অভিনয়টা করতে চান। কারণ অভিনয় অনুষ্কাকে আনন্দে রাখে।

Next Article