রহস্যের জাল বুনতে তৈরি হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য বিচ’

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 07, 2021 | 4:06 PM

‘দ্য বিচ’ আসলে এক মাল্টি মিলিওনিয়রের গল্প বলবে। তাঁর সোশ্যাল লাইফস্টাইল নিয়েই এগোবে চিত্রনাট্য।

রহস্যের জাল বুনতে তৈরি হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য বিচ’
ফার্স্ট লুক প্রকাশে কলাকুশলীরা।

Follow Us

‘দ্য বিচ’। নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য। হ্যাঁ, রহস্যের আঁচ দর্শক পাবেন। এই আসন্ন হিন্দি ওয়েব সিরিজে (Web series)। গল্পের পরতে পরতে থাকবে রহস্যের জাল। ‘স্টুডিও ব্ল্যাক বক্স’-এর নতুন প্রয়াস ‘দ্য বিচ’। সদ্য প্রকাশিত হল এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক।

সোশ্যাল মিডিয়া এখন প্রত্যেকের জীবনের অঙ্গ। ভার্চুয়াল জগতেই গড়ে অনেক বেশি সময় কাটাচ্ছে নতুন প্রজন্ম। ‘দ্য বিচ’ আসলে এক মাল্টি মিলিওনিয়রের গল্প বলবে। তাঁর সোশ্যাল লাইফস্টাইল নিয়েই এগোবে চিত্রনাট্য। যেহেতু রহস্যের আভাস থাকছে, তাই গল্প নিয়ে এখনই এর থেকে বেশি কিছু খোলসা করতে চাইলেন না কলাকুশলীরা।

আরও পড়ুন, অভিষেক বচ্চনের কোন কোন সিক্রেট শেয়ার করল ইনায়ৎ?

মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইমরান খান, রবি ভাটিয়া, শ্বেতা খান্ডুরি, পায়েল চট্টোপাধ্যায়, সাতক্ষী নন্দী, নিলয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পরিচালনার দায়িত্ব সামলেছেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। সংলাপ লিখেছেন ড: অতুল ডালমিয়া।

‘স্টুডিও ব্ল্যাক বক্স’-এর তরফে অতুল বলেন, “করোনা পরিস্থিতির কারণে অধিকাংশ সিনেমা হল বন্ধ। বাধ্য হয়ে বাড়িতে বসেই বিনোদনের খোঁজ করছেন মানুষ। ওটিটি প্ল্যাটফর্মে ছবি বা ওয়েব সিরিজ এখন ভাল পারফর্ম করছে। কিন্তু বাংলার খুব কম প্রযোজক হিন্দি কনটেন্ট নিয়ে কাজ করছেন। স্টুডিও ব্ল্যাক বক্স বেশ কিছু হিন্দি কনটেন্ট নিয়ে কাজ করবে। এই ওয়েব সিরিজটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেখতে পাবেন দর্শক। আমরা পরের কাজগুলো সম্পর্কে খুব তাড়াতাড়ি দর্শককে জানাতে পারব।”

আরও পড়ুন, ‘কৃষ্ণকলি’র সেটে নীলের আইবুড়োভাত, দেখুন ছবি

Next Article