‘কৃষ্ণকলি’র সেটে নীলের আইবুড়োভাত, দেখুন ছবি
‘কৃষ্ণকলি’র সেটে নীলকে বুধবার আইবুড়োভাত খাওয়ালেন সহকর্মীরা।
বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পরবেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। শুটিংয়ের তুমুল ব্যস্ততা সামলে প্রি-ওয়েডিং সেলিব্রেশন শুরু করেছেন তাঁরা। কিছুদিন আগেই মামারবাড়ি থেকে আইবুড়োভাত খাওয়ানো হয়েছে তৃণাকে। এবার আইবুড়োভাতের পালা নীলের। ‘কৃষ্ণকলি’র সেটে নীলকে বুধবার আইবুড়োভাত খাওয়ালেন সহকর্মীরা।
কাঁসার থালা, বাটিতে বিভিন্ন পদ সাজিয়ে দেওয়া হয় নীলকে। পাশে আশীর্বাদের জন্য রাখা ছিল প্রদীপ এবং শাঁখ। পেস্তা সবুজ পাঞ্জাবিতে সেজেছিলেন অভিনেতা। কাজের বন্ধুদের এ হেন আয়োজনে আপ্লুত নীল।
View this post on Instagram
২০১১-এ এমবিএ পড়তে গিয়ে নীল-তৃণার আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন। বিয়ের দিন ট্র্যাডিশনাল বেনারসিতেই সাজতে চান তৃণা। সঙ্গে থাকবে ট্র্যাডিশনাল সোনার গয়না। নীলের পরনেও থাকবে ট্র্যাডিশনাল পোশাক। রিসেপশনের জন্য ডিজাইনার কিছু বেছে নিতে পারেন তাঁরা।
আরও পড়ুন, ‘ভুতু’, ‘পটল’-এর পর ফের ‘মা’ হলেন অনিন্দিতা
নীল এখন ‘কৃষ্ণকলি’ নিয়ে ব্যস্ত। তৃণার চলছে ‘খড়কুটো’র শুটিং। বিয়ের পরও একই রকম ভাবে কাজ করবেন এই জুটি। তবে তার মধ্যেও সময় করে পছন্দের হনিমুন ডেস্টিনেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
আরও পড়ুন, সৃজিত-মিথিলার ভ্যাকেশন টাইম, এবার কোথায়?