পয়লা ফেব্রুয়ারি থেকে একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছিল ভারত সরকার। আর তাতেই নড়েচড়়ে বসেছে প্রযোজনা সংস্থাগুলো। সিনেমা হলেই সিনেমা রিলিজ করতে চাইছেন প্রযোজকরা। এই লিস্টে এবার নাম লেখাল পরিণীতি চোপড়ার নতুন ছবি ‘সাইনা’। ২৬ মার্চ গোটা দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করছে ‘সাইনা’।
ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক আমল গুপ্তে। সাইনার চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। প্রযোজক ভূষণ কুমার। গত বছরেই ছবিটি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অতিমারির কারণে ছবিটি রিলিজ করা সম্ভব হয়নি। একটি ওটিটি প্ল্যাটর্ফমে ছবিটি রিলিজ করার কথা ভেবেছিল প্রযোজনা সংস্থা। সেই মত একটি নির্দিষ্ট ওটিটির সঙ্গে অনেক দূর কথাও এগিয়েছিল। কিন্তু ভারত সরকার একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেবার পর মত পরিবর্তন করে প্রযোজনা সংস্থা। সিনেমা হলেই ছবিটি রিলিজ করার সিদ্ধান্ত নেন তারা। প্রথমে ঠিক হয়েছিল ৯ এপ্রিল ছবিটি রিলিজ করবে। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ মার্চ গোটা দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করবে ‘সাইনা’।
ভূষণ কুমারের প্রযোজনা সংস্থার হাত ধরেই গোটা দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করছে ‘বিগ টিকিট’ ফিল্ম। জন আব্রাহাম-ইমরান হাসমি অভিনীত ‘মুম্বই সাগা’ এই ব্যানারের ছবি। ছবিটি রিলিজ করছে ১৯ মার্চ। ‘মুম্বই সাগা’রিলিজের ওপর অনেক কিছু নির্ভর করছে। অতিমারির কারণে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস মানুষের অনেকটাই বদলেছে। সত্যি ‘বিগ টিকিট’ফিল্ম আগের মত ভিড় টানতে পারছে কি না ‘মুম্বই সাগা’রিলিজের পর তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন :ইমেল-কাণ্ডে বয়ান রেকর্ড করতে ক্রাইম ব্রাঞ্চে পৌঁছলেন হৃত্বিক রোশন
পরিনীতি চোপড়ার ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে পরিনীতির বিপরীতে আছেন অর্জুন কাপুর।