সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এ অভিনয় করছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এ খবর পুরনো, তাহলে নতুন কী? খবর এটা বুর্জ খলিফায় শুট হওয়া প্রথম বলিউড ছবি হতে চলেছে ‘পাঠান’। এও শোনা যাচ্ছে, অ্যাকশনে ভরপুর সবচেয়ে বড় ক্লাইম্যাক্স সিন বলিউডে এর আগে শুট হয়নি। বুর্জ খালিফার ভিতর এবং চূড়ায় গোটা ক্লাইম্যাক্স সিনের শুটিং হবে।
আরও পড়ুন আবার ‘বিবাহ অভিযান’? নতুন মুখ ‘মন্টু পাইলট’!
“ক্লাইম্যাক্স দৃশ্যে শাহরুখ খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। এবং সেই দৃশ্যে শাহরুখ এবং দীপিকার সঙ্গে সলমন খানও যোগ দেবেন। শাহরুখ খান (এজেন্ট), দীপিকা (র এজেন্ট), এবং সলমন (টাইগার) তিনজনে জন আব্রহামের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।” সূত্রের খবর।
সলমন খানের আগে হৃত্বিক রোশনকে এই চরিত্রে অভিনয় করার জন্য অফার করা হয়েছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে হৃত্বিক ছবিটি করেননি। শেষমেশ ‘ভাইজান’ করতে রাজি হন। ক্যামিও করার জন্য সলমনকে বেশ মোটা টাকা অফারও করা হয়।
বুর্জ খালিফার ক্লাইম্যাক্স সিন ছাড়াও সলমন বেশ কিছু সিনেও রয়েছেন। ‘পাঠান’-এ সলমনের ক্যামিও চরিত্রের স্ক্রিন প্রেজেন্সের সময়সীমা ২০-২৫ মিনিট। এই মাসেই শুরু হবে সলমন খানের অংশের শুটিং। প্রায় ১৫ দিনের জন্য ব্যস্ত হতে চলেছেন অভিনেতা। এবং তারপর ‘টাইগার’ সিরিজের তৃতীয় পার্টের জন্য ব্যস্ত হতে চলেছেন সলমন খান।
গত তিনদিন ধরে মুম্বইয়ের ইয়াশ রাজ ফিল্মস স্টুডিয়োতে ব্যস্ত শাহরুখ খান। সেখানেও চলছে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং। ২০১৮ সালে ‘জিরো’র পর পাঠান ছবির হাত ধরে আবার ফিরতে চলেছেন শাহরুখ। সবকিছু ঠিকঠাক থাকলে দিওয়ালিতে রিলিজ হতে চলেছে ২০২১এর সবচেয়ে প্রতীক্ষিত ছবি পাঠান।