সাত বছর পর ফের অভিনয়ে ফিরছেন জয়া বচ্চন

রণজিৎ দে |

Feb 17, 2021 | 3:13 PM

সাত বছর পর ফের অভিনয়ে ফিরছেন জয়া বচ্চন। তবে কোনও বিগ ব্যানারের হিন্দি ছবিতে নয়। একটি মারাঠি ছবি দিয়ে ‘কামব্যাক’ করছেন তিনি। এই প্রথম মারাঠি ছবিতে অভিনয় করছেন জয়া বচ্চন।

সাত বছর পর ফের অভিনয়ে ফিরছেন জয়া বচ্চন
জয়া বচ্চন

Follow Us

সাত বছর পর ফের অভিনয়ে ফিরছেন জয়া বচ্চন। তবে কোনও বিগ ব্যানারের হিন্দি ছবিতে নয়। একটি মারাঠি ছবি দিয়ে ‘কামব্যাক’ করছেন তিনি। এই প্রথম মারাঠি ছবিতে অভিনয় করছেন জয়া বচ্চন।

অমিতাভ বচ্চনকে বিয়ে করার পর থেকে ছবি করা কমিয়ে দেন জয়া বচ্চন। ‘সিলসিলা’, ‘হাজার চৌরাশি কি মা’এর মত কিছু বাছাই করা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। এরপর করণ জোহরের ‘ কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কহে না’তে অভিনয় করেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’এ। ২০১২তে এই ছবির শুটিং হয়েছিল। কিন্তু ছবিটি এখনও মুক্তি পায়নি। নাসিরুদ্দিন শাহের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতেই নাসিরুদ্দিন শাহের সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন তিনি।

সাত বছর পর মারাঠি ছবিতে অভিনয় করছেন জয়া বচ্চন। পরিচালনায় গজেন্দ্র আহিরে। গজেন্দ্র, মারাঠি ছবিতে অত্যন্ত পরিচিত নাম। মারাঠিতে উনি প্রায় ৫০টি ছবি পরিচালনা করেছেন। এদের মধ্যে ‘অনুমতি’, ‘দ্য সাইলেন্স’, ‘শেভরি’ বক্স অফিসে শুধু সাড়া ফেলেছিল নয়, সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল।

আরও পড়ুন :আর্থিক প্রতারণার অভিযোগ, ইডির অফিসে করিনা, করিশ্মার ভাই আরমান

জয়া বচ্চন অভিনীত এই মারাঠি ছবির নাম এবং জয়া বচ্চনের চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।

Next Article