অস্কার মনোনয়ন থেকে ছিটকে গিয়েছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় নিজের জায়গা করতে পারলেও অস্কারের চূড়ান্ত দৌড়ে টিকে থাকতে পারেনি ইমন চক্রবর্তীর গাওয়া গান ‘ইতি মা’। অন্যদিকে সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারত থেকে পাঠানো হয়নি পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এত কিছু পরেও এই ছবি অস্কারের মঞ্চে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি, পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য-সহ সব বিভাগের জন্য স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ফিল্ম ফেডারেশন ইন্ডিয়া পায়েলের এই ছবিকে বাদ দিয়ে কিরণের ছবি ‘লাপাতা লেডিজ’-কে বেছে নিয়েছিল। কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে সেই ছবি। তবে জুরিরা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিকে বাদ দিলেও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে এই ছবি। তাদের ঝুলিতে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার।
এটি লন্ডন ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছে। বছরের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র এবং বছরের সেরা চলচ্চিত্র বিভাগে। ২০২৪-এ গোথাম অ্যাওয়ার্ডস, নিউ ইয়র্ক ফিল্ম সার্কেল, লস অ্যাঞ্জেলস, শিকাগো ফিল্ম ক্রিকিটকস অ্যাসোসিয়েশন, সান দিয়েগো ফিল্ম ক্রিটিকস সোসাইটি, ফিনিক্স ক্রিটিকস, টরেন্টো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন, লুমিয়ের অ্যাওয়ার্ডস এবং এশিয়াকে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসাবে মনোনীত হয়েছিল এই ছবি।