Divorce: টলিউডের ‘বিগবাজেট’ খোরপোশ! জানেন কাঞ্চনের থেকে কত নেন পিঙ্কি?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 28, 2024 | 6:19 PM

Tollywood Gossip: এ বছরই ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। তাঁদের বিয়ে নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। অতীতে দুই বার বিয়ে করেন কাঞ্চন। তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় এই বছরই জানুয়ারি মাসে। এর পরেই ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করেন শ্রীময়ীকে।

Divorce: টলিউডের বিগবাজেট খোরপোশ! জানেন কাঞ্চনের থেকে কত নেন পিঙ্কি?
কাঞ্চন-পিঙ্কি।

Follow Us

এ বছরই ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। তাঁদের বিয়ে নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। অতীতে দুই বার বিয়ে করেন কাঞ্চন। তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় এই বছরই জানুয়ারি মাসে। এর পরেই ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করেন শ্রীময়ীকে। বিচ্ছেদের সময় কাঞ্চনের থেকে মোটা টাকা খোরপোশ হিসেবে নিয়েছিলেন পিঙ্কি। এককালীন খোরপোশ, এর পর আর কাঞ্চনের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। দশ কুড়ি লক্ষ নয়, জানেন কাঞ্চনের থেকে ঠিক কত টাকা নিয়েছিলেন পিঙ্কি?

অতীতে টিভিনাইন বাংলাকে পিঙ্কি নিজেই জানিয়েছিলেন এককালীন ৫৬ লক্ষ টাকা নিয়েছেন তিনি। পিঙ্কি নিজেও স্বাবলম্বী। তাও কেন এত টাকা নিতে হল তাঁকে? তা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। তিনি বলেছিলেন, “প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকোইনি। কেউ কেউ বলছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি, তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা কনট্র্যাক্ট। সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না? আর তা ছাড়া ওঁকে এমনই টাকা বলা হয়েছিল, যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরও টাকা দাবি করব। এককালীন ৫৬ লক্ষ, ব্যস। যারা বলছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাঁদেরকে বলছি, আমি তো দিনের শেষে শিল্পী, আজ আমার কাজ আছে, এর পরের ছয় মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন আমি করব না?”

আপাতত কাঞ্চনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। ছেলেকে নিয়ে নিজের শর্তে বাঁচেন। পোশাকেও এসেছে পরিবর্তন। অন্যদিকে শ্রীময়ীকে নিয়ে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন। সম্প্রতি গিয়েছিলেন মালদ্বীপে।

Next Article