Bharti Singh: সদ্য মা হয়েছেন ভারতী সিং, আবারও মা হওয়ার কথা ভাবছেন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 11, 2022 | 9:04 PM

Bharti Singh: সন্তান জন্মের কয়েকদিন পরই ভারতী কাজে যোগ দেন। এই নিয়ে তিনি ট্রোলডও হন।

Bharti Singh: সদ্য মা হয়েছেন ভারতী সিং, আবারও মা হওয়ার কথা ভাবছেন
আবার এমন ফটোশ্যুট করতে চান ভারতী

Follow Us

 সদ্য মা হয়েছেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh)। এপ্রিল মাসে তিনি ছেলের মা হয়েছেন। তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের জীবনের এই আনন্দের খবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। সন্তান জন্মের কয়েকদিন পরই ভারতী কাজে যোগ দেন। এই নিয়ে তিনি ট্রোলডও হন। তার উত্তরও দেন তিনি। বলেন, পরিবারে অনেক মানুষ রয়েছেন আমার সন্তানকে ভাল মতো দেখাশোনার জন্য। সন্তানের জন্মের আগে ভারতী-হর্ষ গিয়েছিলেন সলমন খানের সঙ্গে দেখা করতে ‘বিগ বস’ শোতে। সেখানেই স্বামী-স্ত্রীর আবদার ছিল সলমন যেন তাঁদের সন্তানকে বলিউডে লঞ্চ করেন। সলমন তাঁদের আবদার রাখবেন কথাও দেন। এখন দুজনে কাজ আর ছেলের দেখাশোনা করছেন একসঙ্গে দায়িত্ব নিয়ে। সুন্দরভাবেই তাঁরা পুরো বিষয়টাকে সামলাচ্ছেন।

ভারতী-হর্ষ জুটিতে রিয়্যালিটি শো-র সঞ্চালনা করেন। এমনই এক অনুষ্ঠানে ভারতী জানিয়েছেন তিনি ছেলের জন্য একজন সহদোর আনতে চান। কথাটা শুনে অনেকেই ভাবছেন ঠিক পড়ছেন তো? হ্যাঁ, ঠিক পড়েছেন। সত্যি ভারতী চান আবার মা হতে। ছেলের পর তাঁর ইচ্ছে মেয়ের। এই খবরের পাশাপাশি ভারতী এও জানিয়েছেন, তিনি ছেলে গোল্লার মুখ অনুরাগীদের সঙ্গে ভাগ করতে চান। পরিকল্পনাও রয়েছে তাঁদের। শুধু পরিবারের বড়দের সম্মান রাখতেই তাঁরা এটা করতে পারছেন না। প্রথম সন্তানের জন্মের আগে বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করেছিলেন ভারতী। তিনি আবারও এমন শ্যুট করতে আগ্রহী। অর্থাৎ বোঝা যাচ্ছে ভারতী-হর্ষ খুব তাড়াতাড়ি সুখবর দিতে পারেন। কিন্তু ছেলে তো হয়েছে সদ্য, এর মধ্যেই মা হওয়ার কথা বলে আবার কি ট্রোল হবেন ভারতী? আর যদি হন, কী উত্তর দেন তাঁর নিজস্ব স্টাইলে, সেটাই দেখার!

 

 

 

 

Next Article