কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল অমিতাভ বচ্চনের বাংলো জলসা। মোতায়েন হল বিশাল পুলিশবাহিনী। গত পরশু বৃহস্পতিবার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে। প্রসঙ্গত, জ্বালানির আকাশছোঁয়া দাম প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন অমিতাভ বচ্চন। সেই নিয়েই বিগ বি’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাটোলে। রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন, অমিতাভের সব ছবির শুটিং বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে ছবির মুক্তি বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
Maharashtra: Police personnel deployed outside actor Amitabh Bachchan's residence, Jalsa in Mumbai. pic.twitter.com/zMQWn5wvL9
— ANI (@ANI) February 20, 2021
প্রসঙ্গত, এখানেই থামেননি মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান। বিগ বি-কে কালো পতাকা দেখানোর হুমকিও দেন তিনি। বাড়ির বাইরে দেখা গেলে কিংবা ছবি মুক্তির সময় অভিনেতাকে কালো পতাকা দেখানোর দাবি তুলেছিলেন নানা পাটোলে। অশান্তির আঁচ পেয়ে তাই আগেভাগেই সতর্ক হল প্রশাসন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আপাতত মুম্বইয়ে অমিতাভের বাংলো ‘জলসা’-র বাইরে নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো।
উল্লেখ্য, এর আগে কংগ্রেস জমানায় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি বর্ষীয়ান অভিনেতাকে। তার জেরেই বেজায় চটেছেন মারাঠা কংগ্রেসের প্রধান নানা পাটোলে। অমিতাভ ছাড়াও তাঁদের চক্ষুশূল হয়েছেন বলিউডের আর এক অভিনেতা অক্ষয় কুমার।
গত পরশু, অর্থাৎ বৃহস্পতিবারই বলিউডের এই দুই অভিনেতার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নানা পাটোলে। অমিতাভের মতোই হুমকি দেওয়া হয় অক্ষয়কেও। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, “আমরা মহারাষ্ট্রে অমিতাভ বচ্চন বা অক্ষয় কুমারের সিনেমার শুটিং হতে দেব না। কোনও সিনেমাকে মুক্তি পেতেও দেব না। মোদী সরকারের দেশবিরোধী নীতিগুলির বিরুদ্ধে সোচ্চার হও, নয়তো তোমাদের সিনেমার শুটিং হতে দেব না।” তবে অমিতাভ বচ্চনের বাংলোর বাড়িয়ে কড়া নিরাপত্তাবেষ্টনী রাখা হলেও, অক্ষয় কুমারের বাড়ির বাইরে এমন কিছু হয়েছে বলে এখনও জানা যায়নি।