Saif Ali Khan: মহম্মদ আলিয়ান থেকে বিজয় দাস, নাম বদলেও পুলিশের জালে সইফের উপর হামলাকারী

Jan 19, 2025 | 8:37 AM

Saif Ali Khan: পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আলিয়ান ওরফে বিজে। যাতে ধরা না পড়ে, সেজন্য নিজের নাম বদলে ফেলে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। থানেতে হাউসকিপিং ওয়ার্কার হিসেবেও কাজ করত।

Saif Ali Khan: মহম্মদ আলিয়ান থেকে বিজয় দাস, নাম বদলেও পুলিশের জালে সইফের উপর হামলাকারী

Follow Us

মুম্বই: অবশেষে পুলিশের জালে সইফ আলি খানের উপর হামলাকারী। থানে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক একাধিকবার নিজের নাম পরিবর্তন করেছে। একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। তার আগে মুম্বইয়ের একটি পাবে কাজ করত সে। আজ (রবিবার) তাকে আদালতে তোলা হবে।

মুম্বই পুলিশ জানিয়েছে, থানে শহরের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের থাকার জায়গায় লুকিয়ে ছিল সে। পুলিশের একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম মহম্মদ আলিয়ান ওরফে বিজে। যাতে ধরা না পড়ে, সেজন্য নিজের নাম বদলে ফেলে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। থানেতে হাউসকিপিং ওয়ার্কার হিসেবেও কাজ করত।  মুম্বই পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে মহম্মদ আলিয়ান। প্রসঙ্গত, এর আগে সইফের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ধীরে ধীরে ক্ষতস্থান শুকোচ্ছে।

শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।

 

Next Article