TV9বাংলা ডিজিটাল: গোয়ার বিচে অশ্লীল ভিডিয়ো শুট বিতর্কে গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সন্ধেবেলায় জামিনে ছাড়া পেলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey) এবং স্বামী স্যাম বম্বে (Sam Bombay)। প্রত্যেককে ২০ হাজার টাকার বন্ড-এ জামিন দেওয়া হয়েছে বলে গোয়া পুলিশ সূত্রে খবর। পাশাপাশি জামিনের শর্ত অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া আপাতত গোয়া ছাড়তে পারবেন না ওই দম্পতি। এ ছাড়াও আগামী ছয় দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে তাঁদের।
গত মঙ্গলবার গোয়ার বিচে অশ্লীল ভিডিয়ো শুট এবং গোয়া সরকারের সংরক্ষিত অঞ্চলে অনধিকার প্রবেশের অভিযোগে পুনমের বিরুদ্ধে কানাকোনা থানায় লিখিত অভিযোগ জানায় গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখা। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় পুনম এবং স্যামকে। ওই দিন সন্ধেবেলায় কানাকোনার বিচারবিভাগীয় জেলাশাসক জামিনে মুক্তি দেন তাঁদের।
মঙ্গলবার পুনমের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন গোয়া ফরোয়ার্ড পার্টির মুখপাত্র দুর্গাদাস কামাট।
সংবাদসংস্থা এএনআই কে কামাট বলেছিলেন, “যে জায়গায় ভিডিয়ো শুট করা হয়েছে তা সংরক্ষিত। তা সত্ত্বেও ওই জায়গায় কী করে ওই রকম শুট হল? সবন্ত সরকার গোয়াকে পর্ণ ডেস্টিনেশন বানিয়ে ছেড়েছে।” এমন চলতে থাকলে আখেরে গোয়ারই ‘ইমেজ’ নষ্ট হবে বলে অভিযোগ করেছিলেন কামাট।
এ বছরই সেপ্টেম্বর মাসে দীর্ঘ দিনের প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। বিয়ের দিন কয়েকের মধ্যেই স্বামীর সঙ্গে গোয়ায় উড়ে যান তিনি। বিয়ের ঠিক এক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তিনি। স্ত্রী-এর অভিযোগে গ্রেফতার অবধি হতে হয় স্যামকে। যদিও এর কিছু দিনের মধ্যেই পুনম সুর নরম করে সংবাদমাধ্যমকে জানান, তাঁদের নিজেদের সমস্যা অনেকাংশেই মিটে গিয়েছে। প্রশ্ন করেছিলেন, “কোন বিয়েতে ওঠা-পড়া থাকে না বলুন তো?”