AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভের সম্পত্তির ভাগ চাইলেন জনপ্রিয় ইউটিউবার, জানেন বিগ বির সঙ্গে কী সম্পর্ক তাঁর?

অভিষেকের দাম্পত্য কলহের নেপথ্যে নাকি রয়েছে বচ্চন পরিবারের সম্পত্তি। যেদিন থেকে অমিতাভ, তাঁর মুম্বইয়ের একটি বাংলো মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন, সেদিন থেকেই নাকি ঐশ্বর্যর বাঁকা নজরের সামনে বিগ বি। তবে এসব চর্চা শুধুই বলিপাড়ার গুঞ্জনে। কেননা, অভিষেক, ঐশ্বর্যর দাম্পত্য কলহ নিয়ে মুখ খোলেননি কেউই। এমনকী, চুপ রয়েছেন অমিতাভও।

অমিতাভের সম্পত্তির ভাগ চাইলেন জনপ্রিয় ইউটিউবার, জানেন বিগ বির সঙ্গে কী সম্পর্ক তাঁর?
| Updated on: Nov 19, 2025 | 7:46 PM
Share

দেখুন কাণ্ড! এমনিতেই ছেলে বউমাকে নিয়ে নানা অশান্তিতে ভুগছেন অমিতাভ বচ্চন। নিন্দুকরা বলছেন, ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলহের নেপথ্যে নাকি রয়েছে বচ্চন পরিবারের সম্পত্তি। যেদিন থেকে অমিতাভ, তাঁর মুম্বইয়ের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনের নামে করে দিয়েছেন, সেদিন থেকেই নাকি ঐশ্বর্যর বাঁকা নজরের সামনে বিগ বি। তবে এসব চর্চা শুধুই বলিপাড়ার গুঞ্জনে। কেননা, অভিষেক, ঐশ্বর্যর দাম্পত্য কলহ নিয়ে মুখ খোলেননি কেউই। এমনকী, চুপ রয়েছেন অমিতাভও। ঠিক এই সময়ই আচমকা হাজির জনপ্রিয় ইউটিউবার সময় রায়না ও তন্ময় ভাট। আর এসেই বিগ বির সামনে ফাটালেন বোমা। সোজা অমিতাভের কাছে দাবি করলেন সম্পত্তির ভাগ!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে হাজির হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার সময় রায়না ও তন্ময় ভাট। ক্রোড়পতির হট সিটে বসেই সময় ও তন্ময় অমিতাভের কাছে আবদার করে বসলেন, শহেনশাহ ছবির জনপ্রিয় সংলাপ রিস্তে মে তো হাম তুমাহারে বাপ লগতে হ্যায়, শোনাতে। অমিতাভ কিন্তু আবদার রাখলেন। সংলাপ শোনালেনও। তবে এই সংলাপ বলেই বিপদ ডেকে আনলেন।

অমিতাভের সংলাপ বলা শেষ হতেই, ঝপ করে সময় রায়না বলে বসলেন, আপনি তো আমাকে ছেলে বানিয়ে ফেলেছেন, এবার তাহলে সম্পত্তির ভাগ দিন! ইউটিউবারের মুখে এমন কথা শুনে তো হতবাক অমিতাভ। পরে অবশ্য হেসে কুপোকাত হয়েছেন বিগ বি।

কৌন বনেগা ক্রোড়পতিতে প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনও কখনও তো প্রেমের প্রস্তাবও পান মহিলা অনুরাগীদের কাছ থেকে। কিন্তু কেউ যে সরাসরি এমন সম্পত্তির ভাগ চাইবে,তা স্বপ্নেও ভাবতে পারেননি অমিতাভ। তবে তন্ময় ও সময়কে অমিতাভ স্পষ্ট বলেন, ভাগ করার মতো আনন্দ রয়েছে, সম্পত্তি নেই!