প্রতিবাদ, স্লোগান, পুলিশের সঙ্গে বচসা, মধ্যরাতে প্রভাবের বাড়ির সামনে

Oct 23, 2024 | 7:42 PM

Prabhas Birthday: বলিউড সুপারস্টারদের মতো তাই মধ্যরাতেই প্রভাসের বাড়ির সামনে জমল ভিড়। ভক্তরা রাত বারোটার আগে থেকে শুরু করে জমায়েত। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্য্য রাখতে না পেরে তাঁরা প্রভাসের বাড়ির দিকে এগোতে থাকলে শুরু হয় অশান্তি। 

প্রতিবাদ, স্লোগান, পুলিশের সঙ্গে বচসা, মধ্যরাতে প্রভাবের বাড়ির সামনে

Follow Us

দক্ষিণী সুপারস্টার প্রভাসের জন্মদিন বলে কথা। বাহুবলিকে শুভেচ্ছা জানাতে ভক্তদের ভিড় জমবে না তা কি হয়? ফলে প্রতিবারের মতো এবারও প্রভাসের বাড়ির সামনে দিনভর উপচে পড়া ভক্তদের ভিড় চোখে পড়ল। তবে কী এমন সমস্যা হল, যাতে সুপারস্টারের বাড়ির সামনে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়? ২৩ অক্টোবর ৪৫ বছরে পা দিলেন অভিনেতা প্রভাস। সিনেপাড়ার অন্যতম এলিজেবল ব্যাচেলরকে মন দিয়েছেন বহু মহিলা। পুরুষ ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। ফলে তাঁর জন্মদিন আর বিশেষ আয়োজন থাকবে না তা কি হয়? বলিউড সুপারস্টারদের মতো তাই মধ্যরাতেই প্রভাসের বাড়ির সামনে জমল ভিড়। ভক্তরা রাত বারোটার আগে থেকে শুরু করে জমায়েত। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্য্য রাখতে না পেরে তাঁরা প্রভাসের বাড়ির দিকে এগোতে থাকলে শুরু হয় অশান্তি।

জুবিলি হিলসে বাস বাহুবলির। এই একটা ছবিই তাঁকে প্যান ইন্ডিয়া স্টার করে তুলেছিল রাতারাতি। তবে থেকে জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পরেনি। সেই অভিনেতাকেই জন্মদিনে সারপ্রাইজ দিতে শত শত ভক্ত ভিড় জমায় রাস্তায়। তবে পুলিশের নির্দেশ না মেনে তাঁরা প্রভাসের বাড়ির পথে ভিড় বাড়াতে থাকলে শুরু হয় অশান্তি। পেদ্দাম্মা মন্দিরের পথে ট্রাফিক বাড়তে থাকে। রাস্তা দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়। এরপরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তাতে লাভের লাভ খুব একটা হল না। মধ্যরাতেই শুরু হয়ে গেল অশান্তি। চলল প্রতিবাদ। ভক্তরা স্লোগান দিতে শুরু করে স্থানীয় পুলিশের বিরুদ্ধে।

রাত ১২টার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল আয়োজন, তাই সময় এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যায় বলেই স্থানীয় পুলিশের দাবি। সেই কারণেই রাস্তা খালি করার অনুরোধ করা হয়েছিল। যদিও অভিনেতার জীবনের এই বিশেষ দিনে বিন্দুমাত্র পিছু হটতে রাজি ছিলেন না কেউ। ফলত এই অশান্তি।

Next Article