ক্যামেরার সামনে নগ্ন ‘বাহুবলী’ প্রভাস! ঝলক দেখে কী বলছে ভক্তরা?
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। বুধবার দক্ষিণী তারকা প্রভাসের জন্মদিন। আর এদিনেই প্রকাশ্য়ে এল তাঁর নতুন ছবি স্পিরিটের অডিও টিজার। অ্য়ানিম্য়াল ছবির পর এই ছবিতেই হাত দিয়েছেন পরিচালক সন্দীপ। শোনা গিয়েছে, এবারও অ্য়াকশন ধারাতেই তৈরি করছেন 'স্পিরিট'।

পরিচালক সন্দীর রেড্ডি ভাঙ্গা মানেই বিতর্ক। তা রণবীর কাপুরের অ্য়ানিম্য়াল ছবি হোক কিংবা সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে নতুন ছবি থেকে বাদ নেওয়া নিয়ে কন্ট্রোভার্সি। সন্দীপ বরাবরই নিজের ছবিকে বোল্ড ভাবেই প্রচার করতে চান। আর এবারও সেটাই ঘটল।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। বুধবার দক্ষিণী তারকা প্রভাসের জন্মদিন। আর এদিনেই প্রকাশ্য়ে এল তাঁর নতুন ছবি স্পিরিটের অডিও টিজার। অ্য়ানিম্য়াল ছবির পর এই ছবিতেই হাত দিয়েছেন পরিচালক সন্দীপ। শোনা গিয়েছে, এবারও অ্য়াকশন ধারাতেই তৈরি করছেন ‘স্পিরিট’। এই ছবিতে প্রভাস ছাড়াও থাকছেন তৃপ্তি দিমরি, বিবেক ওবেরয়।
অনেক দিন থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিল স্পিরিট। এই ছবির জন্য়ই আট ঘণ্টার বেশি কাজ করার বিরুদ্ধে প্রথমবার মুখ খোলেন দীপিকা পাড়ুকোন। আট ঘণ্টার শিফটের বিতর্কের মুখে পড়ে সন্দীপের এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন দীপিকা। আর সেই জায়গাতেই এন্ট্রি নিয়েছেন তৃপ্তি। তবে খবরটা দীপিকা আউট ও তৃপ্তির এন্ট্রি নয়। বরং প্রকাশ্যে আসা স্পিরিট ছবির অডিও টিজারে শোনা গেল এমন এক সংলাপ, যা শুনে অনুরাগীরা মনে করছেন সন্দীপের এই ছবিতে একেবারে বোল্ড রূপে দেখা যাবে প্রভাসকে। সংলাপে ইঙ্গিত পাওয়া গেল এই ছবির জন্যই ক্য়ামেরার সামনে প্রথমবার নগ্ন হবেন প্রভাস।
View this post on Instagram
অডিও টিজারে এই ইঙ্গিত পাওয়া গেলেও, এখন পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি স্পিরিট টিম। এর আগে সন্দীপের অ্য়ানিম্য়াল ছবিতে ক্য়ামেরার সামনে নগ্ন হয়েছিলেন রণবীর কাপুর।
