কিছুদিন আগে প্রতীক গান্ধী জানিয়েছিলেন ‘সিক্স সাসপেক্টস’ ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন না। অন্যদিকে এও শোনা যাচ্ছে অভিনেত্রী রিচা চড্ডা ছবির মুখ্য চরিত্রে রয়েছেন। সূত্রের খবর, ‘সিক্স সাসপেক্টস’-এর পরিচালক তিগমাংশু ধুলিয়া শীঘ্রই ছবি বিষয়ক ঘোষণা করবেন।
প্রতীক গান্ধীকে ‘সিক্স সাসপেক্টস’-এর বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কথা চলছে, তবে এখনও কিছু চুড়ান্ত হয়নি। তাই, আমি জানি না কোন সূত্র থেকে এ খবর এল যে আমি এই সিরিজে সাইন করেছি।”
আরও পড়ুন আমি নার্ভাস! কেন এ কথা বললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া?
‘স্ক্যাম ১৯৯২’-র ‘হর্ষদ মেহতা’ আরও জানান, “আগামী পনেরো দিন আমি ট্রাভেল করছি। ফিরে আসার পর আশা করি আমি এ বিষয়ে বিশদে বিবরণ পাব। খবরটি প্রিম্যাচিওর্ড স্টেজে রয়েছে। আমি আশা করছি গোটা খবরটি খুব শীঘ্রই পাব।”
যদি সব ঠিকঠাক হয়, তাহলে প্রতীক এই প্রথম রিচা চড্ডার সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন।
বিকাশ স্বরূপের লেখা ‘সিক্স সাসপেক্টস’ বই থেকে অনুপ্রাণিত এই ওয়েব সিরিজ। ‘স্লামডগ মিলিওনিয়ার’ বইটিও লেখেন বিকাশ। পরে সেই ছবি পরিচালক ড্যানি বয়েলের লেন্সে ধরা পড়ে এবং বাকিটা ইতিহাস। মার্চ মাসে মুম্বইতে শুরু হবে ওয়েব সিরিজেরর শুটিং। তবে এখনও ওয়েব সিরিজের নাম ঠিক হয়নি।
উত্তর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে খুন করা হয়। পুলিশের সন্দেহের তির যায় ছ’জন মানুষের দিকে। ছ’জনের খুন করার কারণ ছিল, কিন্তু কে আসল খুনি? এই গল্পে ওয়েব সিরিজ সাজাবেন পরিচালক তিগমাংশু।
কিছুদিন আগে প্রতীক গান্ধী জানিয়েছিলেন ‘সিক্স সাসপেক্টস’ ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন না। অন্যদিকে এও শোনা যাচ্ছে অভিনেত্রী রিচা চড্ডা ছবির মুখ্য চরিত্রে রয়েছেন। সূত্রের খবর, ‘সিক্স সাসপেক্টস’-এর পরিচালক তিগমাংশু ধুলিয়া শীঘ্রই ছবি বিষয়ক ঘোষণা করবেন।
প্রতীক গান্ধীকে ‘সিক্স সাসপেক্টস’-এর বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কথা চলছে, তবে এখনও কিছু চুড়ান্ত হয়নি। তাই, আমি জানি না কোন সূত্র থেকে এ খবর এল যে আমি এই সিরিজে সাইন করেছি।”
আরও পড়ুন আমি নার্ভাস! কেন এ কথা বললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া?
‘স্ক্যাম ১৯৯২’-র ‘হর্ষদ মেহতা’ আরও জানান, “আগামী পনেরো দিন আমি ট্রাভেল করছি। ফিরে আসার পর আশা করি আমি এ বিষয়ে বিশদে বিবরণ পাব। খবরটি প্রিম্যাচিওর্ড স্টেজে রয়েছে। আমি আশা করছি গোটা খবরটি খুব শীঘ্রই পাব।”
যদি সব ঠিকঠাক হয়, তাহলে প্রতীক এই প্রথম রিচা চড্ডার সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন।
বিকাশ স্বরূপের লেখা ‘সিক্স সাসপেক্টস’ বই থেকে অনুপ্রাণিত এই ওয়েব সিরিজ। ‘স্লামডগ মিলিওনিয়ার’ বইটিও লেখেন বিকাশ। পরে সেই ছবি পরিচালক ড্যানি বয়েলের লেন্সে ধরা পড়ে এবং বাকিটা ইতিহাস। মার্চ মাসে মুম্বইতে শুরু হবে ওয়েব সিরিজেরর শুটিং। তবে এখনও ওয়েব সিরিজের নাম ঠিক হয়নি।
উত্তর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে খুন করা হয়। পুলিশের সন্দেহের তির যায় ছ’জন মানুষের দিকে। ছ’জনের খুন করার কারণ ছিল, কিন্তু কে আসল খুনি? এই গল্পে ওয়েব সিরিজ সাজাবেন পরিচালক তিগমাংশু।