প্রতীক গান্ধী। আগের বছর পরিচালক হনসল মেহেতার ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’-তে অভিনয় করে সবার নজড় কেরেছিলেন। ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পায়। বছর ঘুরতেই আরও এক নতুন ওয়েব সিরিজে তিনি অভিনয় করতে চলেছেন। তবে এবারে হিন্দিতে নয়, গুজরাটিতে। ওয়েব সিরিজের নাম ‘ভিত্তল তিড়ি’। একজন জুয়ারির ভূমিকায় তিনি অভিনয় করছেন।
গুজরাটি নাটক দিয়েই প্রতীকের অভিনয় জীবনে প্রবেশ। এরপর পর পর বেশ কয়েকটা গুজরাটিতে ছবিতে তিনি অভিনয় করেন। তাঁর অভিনীত গুজরাটি ছবি ‘রং সাইড রাজু’ জাতীয় পুরস্কারও পায়। গুজরাটি ইন্ডাস্ট্রিতে প্রতীক নিজের একটা জায়গা করে নিয়েছেন। কিন্তু তাঁকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছে হনসল মেহেতার ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’। ১৯৯২ সালে ভারতীয় স্টক মার্কেটের তছরুপ নিয়ে তৈরি হয়েছিল ওই ওয়েব সিরিজটি। এই তছরুপের ‘মাস্টার মাইন্ড’ হরশদ মেহেতার চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক।
গুজরাটি ওয়েব সিরিজ ‘ভিত্তল তিড়ি’তে প্রতীক একজন জুয়াড়ির ভূমিকায় অভিনয় করছেন। গ্রামের ছেলে ভিত্তল। ছোটবেলা থেকেই জুয়া খেলায় পারদর্শী সে। জুয়া খেলার নেশা তাকে এমনই পেয়ে বসে সে বেশি টাকার লোভে একদিন শহরে পাড়ি দেয়। পুকুর থেকে সমুদ্রে গিয়ে পড়ে সে। পায়ে পায়ে বিপদ ওত পেতে বসে থাকে। ভিত্তল কি পারবে সেইসব বিপদ কাডিয়ে উঠতে? এই নিয়েই পরিচালক অভিষেক জৈন-র ওয়েব সিরিজ ‘ভিত্তল তিড়ি’। গুজরাটি সিনেমা করলেও ওয়েব সিরিজে এই প্রথম অভিনয় করছেন প্রতীক। স্বাভাবিকভাবে তাঁর ফ্যানরা নতুন চরিত্রে তাঁরে দেখার জন্য অপেক্ষা করে আছে।
আরও পড়ুন:ছবিতে আমাকে দিশার বয়সী লাগছে: সলমন খান
সদ্যই মুক্তি পেয়েছে ‘ভিত্তল তিড়ি’-র ট্রেলার। ফ্যানদের মধ্যে ভাল সাড়া ফেলেছে ট্রেলারটি। ওয়েব সিরিজটি স্ট্রিমিং হতে শুরু করবে ৭ মে থেকে। দেখা যাবে গুজরাটি ওটিটি প্ল্যাটফর্ম ‘ওহ’তে।