বাসা বাঁধি ভালবাসায় | একান্তে প্রেম-চর্চা: পর্ব ১
'প্রেমটেম'-এর পরিচালক-কাস্ট-ক্র্যুয়ের সঙ্গে আড্ডায় TV9 বাংলা।
ভালবাসার সপ্তাহে TV9 বাংলার বিশেষ নিবেদন: বাসা বাঁধি ভালবাসায়। আজ, সোমবার ০৮ ফেব্রুয়ারি থেকে আগামী রোববার, ১৪ ফেব্রুয়ারি—ভ্যালেন্টাইনস ডে—পর্যন্ত—প্রতিদিন ভালবাসা নিয়ে গল্প। আজ একান্তে প্রেম-চর্চা: পর্ব ১। TV9 বাংলার সাংবাদিক শুভঙ্কর চক্রবর্তী আড্ডা দিলেন টিম ‘প্রেম tame’-এর সঙ্গে।
Published on: Mar 13, 2021 05:57 PM
Latest Videos