কানসের রেড কার্পেটে মহাবিড়ম্বনায় পড়তেন প্রিয়াঙ্কা! কী হয়েছিল জানেন

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: ishita marick

Jan 28, 2021 | 11:20 PM

২০১৯ সালে কানস চলচ্চিত্র উৎসবের এক দুর্ঘটনার কথা মনে পড়লে বারবার সবকিছু ঘেঁটে দেয় তাঁকে।

কানসের রেড কার্পেটে মহাবিড়ম্বনায় পড়তেন প্রিয়াঙ্কা! কী হয়েছিল জানেন
প্রিয়াঙ্কা।

Follow Us

কিছুদিন পর ‘পিগি চপস’ তাঁর বই ‘আনফিনিশড’ প্রকাশ করতে চলেছেন। বই জুড়ে থাকবে তাঁর টুকরো টুকরো স্মৃতির প্রতিচ্ছবি। সে বইতে ফেলে আসা স্মৃতির এক ঘটনার কথা আজও মনে পড়ে প্রিয়াঙ্কা চোপড়ার। ২০১৯ সালে কানস চলচ্চিত্র উৎসবের এক দুর্ঘটনার কথা মনে পড়লে বারবার সবকিছু ঘেঁটে দেয় তাঁকে।

 

আরও পড়ুন এখনও তিনি ‘দুঃস্বপ্ন’ দেখেন, মুখ খুললেন অমিতাভ বচ্চন

 

 

আজ বৃহস্পতিবার, সে দিনের দুঃস্বপ্নের কথা বললেন প্রিয়াঙ্কা। ২০১৯ সালে কানস চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার হেঁটে ছিলেন মিস ওয়ার্ল্ড’২০। রবার্টো কাভাল্লির ডিজাইন করা ব্ল্যাক লং ড্রেস।

 

 

তারার আলো ঝলসে পড়ছে সে পোশাকে। প্রিয়াঙ্কার বাঁ পা উন্মুক্ত। এবং সে কারণেই ভয় পাচ্ছিলেন প্রিয়াঙ্কা। যদি পোশাক নিয়ে ঘটে যায় কোন বিভ্রাট!

 

 

আজ তিন বছর আগের সেই ছবি শেয়ার করে প্রিযাঙ্কা লেখেন, ‘বাইরে থেকে দেখে মনে হচ্ছে  আমি ভীষণ সুখে আছি। কিন্তু খুব কমজন জানে আমি ভিতর ভির পাগল হয়ে যাচ্ছিলাম। রেড কার্পেটে ঢোকার কিছু মিনিট আগে রবার্টোর ড্রেসের সূক্ষ্ম চেনটি ভেঙে যায়। সমাধান? আমার দুর্ধর্ষ টিম চলন্ত গাড়িতে পৌঁছনোর পথে পাঁচ মিনিটের ড্রেসটি সেলাই করে দেয়।

 

 

পোস্টে অভিনেত্রী আরও জানান, তাঁর ‘আনফিনিশড’ বইতে ‘মেট গালা’, ‘মিস ওয়ার্ল্ড’ এবং আরও গল্প রয়েছে।

Next Article