এখনও তিনি ‘দুঃস্বপ্ন’ দেখেন, মুখ খুললেন অমিতাভ বচ্চন
আজ বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিতাভ। এ বছর ৭৯-তে পা দেবেন অমিতাভ। তিনি লেখেন, “ওয়েল, যখন আপনি উনআশিতে এবং বাহান্নতম বছরে রয়েছেন বিজনেসে, এটি স্বাচ্ছন্দ্যের নয় অস্বস্তিরও”
সত্তরোর্ধ্ব প্রবাদপ্রতিম অভিনেতা। এ বয়সেও তিনি বলিউডের অন্যতম ব্যস্ততম সুপারস্টার। তিনি অমিতাভ বচ্চন। বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। সম্প্রতি তাঁর ‘দুঃস্বপ্ন’ নিয়ে একটি লেখা তাঁর ব্লগ পোস্টে লিখলেন অমিতাভ। কী নিয়ে তাঁর এই দুঃস্বপ্ন?
আরও পড়ুন সব ব্যাপারে ধ্বজাধারী হওয়ার প্রয়োজন নেই, কাদের উদ্দেশে বললেন জন আব্রাহাম
‘নতুন উদ্যোগের সূচনায় এক দুঃস্বপ্ন এবং সব কিছু ঠিকঠাক না হওয়ার আশঙ্কা থাকে। ভয় তীব্র আকার ধারণ করে সুতরাং এটি এক ভীরু রাত এবং ব্লগের লেখার জন্য প্রতিবন্ধকতা…পাশে পড়ে থাকা স্ক্রিপ্ট ছাড়া আর কিছু মনোযোগ আকর্ষণ করে না। এবং মনকে দেখে মনে হয় যে আরও একটি নিদ্রাবিহীন রাত হতে চলেছে। এ সময়ে একজন এগুলো থেকে পালাতে চায় এবং বিস্মৃতিতে লুকিয়ে থাকে চায় এবং আর চায় এটা যেন আর কখনও না আসে। কিন্তু এটাই পেশা এবং এমনই তার দাবি। তাই একজন সব প্রয়োজনীয় আচরণ এবং আচরণবিধি অনুসরণ করে এবং নির্বিশেষে হোঁচট খায়।”
T 3796 – नई फ़िल्म का पहला दिन , और हालत ख़राब ! tension apprehension नर्वस इयं pic.twitter.com/fH9IRhI1Dm
— Amitabh Bachchan (@SrBachchan) January 27, 2021
ঠিক সরসংক্ষেপ লেখা ছিল অমিতাভের ব্লগে।
আজ বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিতাভ। এ বছর ৭৯-তে পা দেবেন অমিতাভ। তিনি লেখেন, “ওয়েল, যখন আপনি উনআশিতে এবং বাহান্নতম বছরে রয়েছেন বিজনেসে, এটি স্বাচ্ছন্দ্যের নয় অস্বস্তিরও”
‘ভীত এবং অবিচ্ছিন্ন আশঙ্কায়’ —ইনস্টাগ্রাম পোস্টে ছবির ক্যাপশানে লেখেন অমিতাভ।