সম্প্রতি দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে এসেছে তাঁর আদরে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসও। বুলগরির স্টোর উদ্বোধনেই আগমন হয়েছে তাঁর। সম্প্রতি মুম্বইয়ের মলে গিয়েছিলেন তিনি পরেছিলেন একটি সাদা রঙের পোশাক। তবে পোশাকের চেয়েও নজর কাড়ে তাঁর গলার নেকলেসটি। সেই নেকলেসের দাম কত জানেন? ওই দামে শহরের বুকে আপনার একটি ৩ বিএইচকে ফ্ল্যাট হয়ে যাবে। প্রিয়াঙ্কার গলার ওই সার্পেন্টি লকেটের দাম ৫৯ লক্ষ টাকা! হাজার হোক, সেলেব বলে কথা!
তাঁর এই ট্রিপে সঙ্গে আসেননি নিক জোনাস। প্রসঙ্গত, মুম্বইয়ে পা দেওয়ার পর পাপারাৎজির মুখোমুখি হন প্রিয়াঙ্কা। কোলে ছিল ছোট্ট মালতি। মেয়েকে পাপারাৎজির সঙ্গে পরিচয়ও করিয়ে দেন তিনি। বিদেশে থাকলেও এসেই হাসিমুখে বলেন, ‘নমস্তে’। বহুদিন বলিউডে কোনও ছবিতে অভিনয় করেননি প্রিয়াঙ্কা। তবে হলিউডে পরপর বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। এ ছাড়াও স্বামী নিক জোনাসের বিদেশ ট্যুরেও অংশ নিচ্ছেন তিনি।
২০১৮ সালে বিয়ে করেন নিক ও প্রিয়াঙ্কা। ২০২২ সালে সারোগেসির মধ্যে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। ভালবেসে তাঁরা নাম রাখেন মালতী মেরী চোপড়া জোনাস। নিকের থেকে প্রিয়াঙ্কা ১০ বছরের বড়। তাঁদের বিয়ের পর তাঁর বয়সের ফারাক নিয়ে কম আলোচনা হয়নি। অনেকেই বলেছিল এই সম্পর্ক টিকবে না। যদিও পাঁচ বছর পার হয়েও দিব্যি আছেন তাঁরা। আছেন ভালবাসায়।