নিউ ইয়র্কে নতুন রেস্তোরাঁ খুলছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

রণজিৎ দে |

Mar 08, 2021 | 5:40 PM

প্রিয়াঙ্কা চোপড়া শিকড় ভোলেননি। নিউ ইয়র্কের বুকে রেস্তোরাঁ খুললেও তা বিশুদ্ধ ভারতীয় রেস্তোরাঁ।

নিউ ইয়র্কে নতুন রেস্তোরাঁ খুলছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
ইনস্টাগ্রামে ২৯.২ মিলিয়ন ফলোয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেগাস্টার অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে গিয়েছে প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা।

Follow Us

আরও একটা নতুন পালক জুড়ল প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে। অভিনয়, গান, প্রযোজনার পর এবার তিনি নতুন ভূমিকায়। সম্প্রতি নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁ খুলছেন তিনি । নতুন ব্য়বসা। নতুন পথ চলা।

প্রিয়াঙ্কা এখন বেশির ভাগ সময় আমেরিকায় থাকলেও বা আমেরিকানকে বিয়ে করলেও নিজের শিকড় ভোলেননি তিনি। এখনও মন-মেজাজে তিনি ‘দেশি গার্ল’। নিউ ইয়র্কের বুকে তিনি রেস্তোরাঁ খুললেও তা বিশুদ্ধ ভারতীয় রেস্তোরাঁ। নামও দিয়েছেন ভারতীয়, ‘সোনা’। ভারতীয়রা কাউকে আদর করে ‘সোনা’ বলে ডাকেন। বোঝাই যাচ্ছে এই রেস্তোরাঁ বড় আদরের প্রিয়াঙ্কার।

রেস্তোরাঁ খোলার কথা প্রিয়াঙ্কা নিজের সোশ্যাল মিডিয়াতেই ফলাও করে জানিয়েছেন। তিনি লিখেছেন, “ আপনাদের সামনে ‘সোনা’-কে আনতে পেরে খুবই রোমাঞ্চিত। আমি যা যা ভারতীয় খাবার পছন্দ করি নিউ ইয়র্কের বুকে ‘সোনা’-তে আপনারা সব পাবেন। হরিনায়কের মত বিখ্যাত শেফ হেঁসেল সামলাবেন। বিশুদ্ধ ভারতীয় খাবারের স্বাদ-গন্ধ আপনারা চেখে দেখতে পারবেন। এই মাসের শেষেই ‘সোনা’ খুলে যাচ্ছে। আমি আর সত্যি অপেক্ষা করতে পারছি না।” ভারতীয় পদ্ধতিতে পুজো করেই রেস্তোরাঁর উদ্বোধন করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে স্বামী নিক জোনাস। এই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আরও পড়ুন :সাত মাসের নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে পোস্ট রিয়ার, স্বাগত জানালেন সেলেব থেকে সাধারণ

প্রিয়াঙ্কা চোপড়াকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্স ফিল্ম ‘দ্য হোয়াইট টাইগার’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাও। সম্প্রতি একটি হলিউড ছবিতে কাজ করছেন তিনি।

Next Article