Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল আইকন?

প্রিয়ঙ্কা অনেকের কাছেই স্টাইল আইকন। তাঁর ড্রেস সেন্স, তাঁর মেকআপ করার ধরন থেকে অনুপ্রাণিত হন বহু অনুরাগী। কিন্তু প্রিয়ঙ্কার অনুপ্রেরণা কে?

কোন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল আইকন?
প্রিয়াঙ্কার মা মধু এবং বাবা অশোক চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন। তার বাবা ১৯৯৭ সালে ভারতীয় সেনা থেকে অবসর নিয়েছিলেন এবং তাঁর মায়ের ৮টিরও বেশি মেডিকেল শংসাপত্র রয়েছে।
Follow Us:
| Updated on: Apr 09, 2021 | 4:51 PM

গত কয়েক বছরেই বলিউড (bollywood) ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কেরিয়ারের ক্ষেত্রে বলিউড এবং হলিউড ব্যালান্স করে চলাটা তিনি অভ্যেস করে ফেলেছেন। আবার নিক জোনাসকে বিয়ে করার পর তো তিনি আন্তর্জাতিক বউমা! এ হেন প্রিয়ঙ্কা অনেকের কাছেই স্টাইল আইকন। তাঁর ড্রেস সেন্স, তাঁর মেকআপ করার ধরন থেকে অনুপ্রাণিত হন বহু অনুরাগী। কিন্তু প্রিয়ঙ্কার অনুপ্রেরণা কে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, স্টাইল আইকন হিসেবে তিনি শ্রীদেবীকে (Sridevi) সকলের আগে রাখবেন। তিনি মনে করেন, চোখই ছিল প্রয়াত অভিনেত্রীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। বড় বড় চোখেই নাকি লুকিয়ে ছিল যাবতীয় সৌন্দর্য। পাশাপাশি নিজের লুক নিয়ে পরীক্ষা করতে ভালবাসতেন শ্রীদেবী। প্রায় প্রতিটি ছবিতেই আলাদা আলাদা লুক ট্রাই করেছেন বলে মনে হয়েছে প্রিয়াঙ্কার। যা দেখে তিনি নিজেও শিখেছেন।

আরও পড়ুন, ‘আলো ছায়া’র শুটিং শেষে কোথায় বেড়াতে গেলেন দেবাদৃতা?

প্রিয়াঙ্কার কথায়, “নিজের ফ্যাশন এবং বিউটি নিয়ে পরীক্ষা করতে ভালবাসতেন শ্রীদেবী। প্রায় প্রতিটি ছবিতে নতুন নতুন লুক ট্রাই করা, তারই প্রমাণ।”

রিয়েল লাইফে প্রিয়াঙ্কাও বিভিন্ন রকম ফ্যাশনেবল ড্রেস ট্রাই করেন। কখনও বা অন্য রকম সাজের জন্য ট্রোলও করা হয় তাঁকে। কিন্তু তাতে মোটেই পাত্তা দিতে রাজি নন পিগি চপস। নিজের শর্তে ফ্যাশন ঠিক করেন। সে কারণে তাঁর স্টাইল স্টেটমেন্ট অনেকে অনুসরণ করতে চান বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে লন্ডনে শুটিংয়ে ব্যস্ত নায়িকা। শুটিংয়ের অবসরে নিক জোনাসের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি।