আন্তর্জাতিক সিনেমা-মহলে প্রিয়াঙ্কা চোপড়া নিজের জায়গা করে নিয়েছেন। বলিউডে তো বটে,হলিউডেও তিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন। এই বছর অস্কার মনোনীতদের নাম ঘোষণাও করেছেন তিনি ।সঙ্গে স্বামী নিক জোনাস। বলিউডে অনেক দিন ছবি করেননি তিনি। সম্প্রতি তিনি ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয় করলেও তাঁর শেষ সিনেমা হলে মুক্তি-পাওয়া বলিউডি ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। তাঁর বিপরাতে ছিলেন ফারহান আখতার।স্বাভাবিকভাবেই ফ্যানরা অপেক্ষা করে আছেন প্রিয়াঙ্কার বলিউডের ছবির জন্য।
সম্প্রতি প্রিয়াঙ্কার এক ফ্যান সোশ্যাল মিডিয়ায় তাঁকে জিজ্ঞেস করেছেন আবার কবে তিনি বলিউডে ছবি করবেন? ফ্যানকে নিরাশ করেননি প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন পরের বছর তিনি আবার বলিউডে ছবি করবেন। তবে এর বেশি তিনি আর কিছু জানাননি।
Next year!!! @Achal_Raj_Singh https://t.co/5OWzRPwkti
— PRIYANKA (@priyankachopra) March 26, 2021
প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য় হোয়াইট টাইগার’ অস্কারে অবলম্বিত চিত্রনাট্য বিভাগে মনোনীত হয়েছে। সম্প্রতি প্রিয়াঙ্কার মুক্তি পাবে হলিউডের ছবি ‘উই ক্যান বি হিরোস’। সদ্যই তিনি শেষ করেছেন আরও একটি হলিউডি ছবি। ছবির নাম ‘টেক্সট ফর ইউ’। এই ছবির শুটিংয়ের জন্য বেশ অনেকদিন তিনি লণ্ডনে ছিলেন। পাইপ লাইনে আরও কয়েকটি হলিউডি ছবি তাঁর ঝুলিতে।মিন্ডে কালিং-এর সঙ্গে ভারতীয় বিয়ে নিয়ে একটি কমেডি ছবিতে তিনি অভিনয় করছেন। লিস্ট এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে ‘ম্যাট্রিক্স ৪’-এও তিনি আছেন।