ঋষির স্মৃতিতে পুজোয় যোগদান, রণবীর কি কোভিডমুক্ত?
সংবাদসংস্থাকে রণধীর জানান, ইতিমধ্যেই রণবীরের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি নিজে রণবীরের সঙ্গে দেখাও করেছেন। তাঁর কথায়, “আগের থেকে অনেকটাই ভাল আছে রণবীর। আমি ওর সঙ্গে দেখাও করেছি।"
বাবা ঋষি কাপুরের পারলৌকিক কাজে গত বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। দিদি ঋদ্ধিমা কাপুরের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল পরিবারের সবার সঙ্গে বসেই পুজো করছেন তিনি। এর পরেই প্রশ্ন ওঠে তবে কি রণবীর কোভিড মুক্ত? কাকা রণধীর কাপুর সে কথা প্রকাশ্যে আনলেন এবার।
সংবাদসংস্থাকে রণধীর জানান, ইতিমধ্যেই রণবীরের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি নিজে রণবীরের সঙ্গে দেখাও করেছেন। তাঁর কথায়, “আগের থেকে অনেকটাই ভাল আছে রণবীর। আমি ওর সঙ্গে দেখাও করেছি।”
দিন কয়েক আগেই রণবীর করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই করোনা বিধি মেনে কোয়ারেন্টাইনে থাকছিলেন তিনি। যদিও করোনায় গৃহবন্দি হয়েও গার্লফ্রেন্ড আলিয়ার জন্মদিনে ‘সারপ্রাইজ প্ল্যান করেছিলেন অভিনেতা। আলিয়ার জন্মদিনের রাতে পরিচালক করণ জোহরের বাড়িতে যে পার্টির ব্যবস্থা করা হয়েছিল তাঁর যাবতীয় প্ল্যানিং ছিল রণবীরেরই।
View this post on Instagram
পার্টিতে কে কে আসবেন, প্রেমিকাকে কী করেই বা সারপ্রাইজ দেওয়া যাবে, সে সব নাকি কোয়রান্টিনে থেকেই প্ল্যান করেছেন তিনিই। সূত্র আরও জানাচ্ছে, গত মাসে প্রেমের সপ্তাহে নাকি আলিয়াকে একটা বড়সড় সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল রণবীরের। কিন্তু কাপুর পরিবারের অন্যতম সদস্য রাজীব কাপুরের হঠাৎ মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। রণবীর ভেবেছিলেন আলিয়ার জন্মদিনে সবটা পুষিয়ে দেবেন। কিন্তু সেখানেও বাধা। তিনি আক্রান্ত হলেন করোনায়। তাই আলিয়া সেলিব্রেট করতে না চাইলেও রণবীর তা হতে দিলেন না। তিনি সশরীরে হাজির ছিলেন না ঠিকই। কিন্তু সূত্রের খবর, ভার্চুয়ালি গোটা সময়টাই পার্টিতে হাজির ছিলেন রণবীর।