Cricket Record: এক ওভারে সাত ছক্কা! এই রেকর্ড ভারতীয় ক্রিকেটারের নামেই…
Seven Sixes In an Over: রাগের শিকার হয়েছিলেন সে সময় ইংল্যান্ডের তরুণ পেসার স্টুয়ার্ট ব্রড। এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কা আরও রয়েছে। তেমনই লিস্ট এ ক্রিকেট, প্রথম শ্রেনির ক্রিকেটেও। কিন্তু ওভারে সাত ছক্কা! এও আবার হয় নাকি?
সবধরনের ফরম্যাট মিলিয়ে এক ওভারে ছয় ছক্কার রেকর্ড অনেক দেখা যাবে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল সেটি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই সফরেই একটা স্মরণীয় ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। অ্যান্ড্রু ফ্লিনটফ স্লেজিং করেছিলেন যুবরাজ সিংকে। তার রাগের শিকার হয়েছিলেন সে সময় ইংল্যান্ডের তরুণ পেসার স্টুয়ার্ট ব্রড। এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কা আরও রয়েছে। তেমনই লিস্ট এ ক্রিকেট, প্রথম শ্রেনির ক্রিকেটেও। কিন্তু ওভারে সাত ছক্কা! এও আবার হয় নাকি?
প্রশ্নটা যখন সাতের, নিঃসন্দেহে একটি নো-বল। আর ওভারে সাত ছক্কার রেকর্ড রয়েছে ভারতেরই এক ব্যাটারের। ঋতুরাজ গায়কোয়াড়। লিস্ট-এ ক্রিকেটে ওভারে সাত ছক্কা মেরেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০২২ সালের বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে। ভারতের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে ট্রফিতে এই কীর্তি গড়েছিলেন মহারাষ্ট্রের এই ব্যাটার। হতভাগ্য বোলার ছিলেন উত্তর প্রদেশের বাঁ হাতি স্পিনার শিবা সিং।
এই খবরটিও পড়ুন
একটি নো বল সহ সাতটি ছয়, ওভারে এসেছিল মোট ৪৩ রান। লিস্ট এ ক্রিকেটে যা যুগ্মভাবে বিশ্বরেকর্ড। এক ওভারে সমসংখ্যক রান উঠেছিল নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে। হ্যামিল্টনে ব্রেট হ্যাম্পটন ও জো কার্টার জুটি বিধ্বংসী ব্যাটিং করেছিল। তারাই এক ওভারে ৪৩ রান তুলেছিল। সেই ওভারে অবশ্য দুটো নো-বল ছিল। কিন্তু সাত ছক্কা একমাত্র চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নামেই।