AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulip Siddiq: এবার ব্রিটেনে মন্ত্রিত্ব ছাড়লেন শেখ হাসিনার বোনঝি, কোন অভিযোগে বিদ্ধ টিউলিপ?

Tulip Siddiq: মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের কাছে পদত্যাগপত্র জমা দেন বছর বিয়াল্লিশের টিউলিপ। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

Tulip Siddiq: এবার ব্রিটেনে মন্ত্রিত্ব ছাড়লেন শেখ হাসিনার বোনঝি, কোন অভিযোগে বিদ্ধ টিউলিপ?
টিউলিপ সিদ্দিক
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 5:18 AM
Share

লন্ডন: তাঁর মাসিমা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কয়েকমাস আগে। হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। আর্থিক তছরুপে হাসিনার সঙ্গে তিনিও জড়িত বলে অভিযোগ। এই নিয়ে চাপানউতোর বাড়তে থাকার পর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন ব্রিটেনের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের কাছে পদত্যাগপত্র জমা দেন বছর বিয়াল্লিশের টিউলিপ। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। মূলত হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন তিনি। টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের জবাবে একটি চিঠি লিখেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

চিঠিতে তিনি লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করছি। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষত ব্যাঙ্কিং হাব চালু করা এবং আমাদের ১০০তম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমাদের চিন্তা–ভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ।”

টিউলিপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনও প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে চিঠিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী লেখেন, “আপনার পদত্যাগপত্র গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে, স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে, মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনও প্রমাণ নেই।”

গতবছরের জুলাইয়ে ব্রিটেনে লেবার পার্টি সরকার গড়ার পর মন্ত্রী হন লেবার পার্টির সাংসদ টিউলিপ। ভবিষ্যতে যে তাঁর মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেকথা উল্লেখ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী লিখেছেন, “আপনার জন্য ভবিষ্যতে দরজা সবসময় খোলা রয়েছে, তা স্পষ্ট করতে চাই।”

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন টিউলিপও। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তিনি কোনও অন্যায় করেননি বলেও মন্তব্য করেন।