আমাকে অপমান করলে! আচমকা পোস্ট প্রিয়াঙ্কার, কার উপর রাগলেন দেশি গার্ল?
কথা হচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। যে কিনা বরাবরই ঠোঁটকাটা নায়িকা। সাদাকে সাদা, কালোকে কালো বলতেই পছন্দ করেন। সেই প্রিয়াঙ্কার মুখে হঠাৎ করে মান-অপমানের কথা কেন?

তাঁর আরেক নাম দেশিগার্ল হলেও, তিনি বিদেশের মাটিতেই থাকতে অভ্যস্ত। বিদেশি স্বামীর সঙ্গেই সাত সমুদ্র তেরো নদীর পার তাঁর সংসার। তবে এই মুহূর্তে ছোট্ট মেয়েকে নিয়ে ভারতে এসেছেন, নতুন ছবির শুটিংয়ে। সেই ছবিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। তবে তারই মাঝে হঠাৎ এমন কী ঘটল, যার জন্য মান-অপমান নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট!
হ্যাঁ, কথা হচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। যে কিনা বরাবরই ঠোঁটকাটা নায়িকা। সাদাকে সাদা, কালোকে কালো বলতেই পছন্দ করেন। সেই প্রিয়াঙ্কার মুখে হঠাৎ করে মান-অপমানের কথা কেন?
প্রিয়াঙ্কা সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, আমি খুবই ভাল একজন মানুষ। নিজেকে মানিয়ে নিই পরিস্থিতির সঙ্গে। তবে কেউ আমাকে অপমান করলেই সমস্যা। এরপরই বুঝবেন, কেন আমার মাত্র ৩ জন বন্ধু!
প্রিয়াঙ্কার এই আচমকা পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। নিন্দুকরা মনে করছেন, ভারতে পা দিয়েই হয়তো পুরনো কিছু মনে পড়ে গিয়েছে পিগি চপসের। আর তার জন্যই এমন পোস্ট। অনেকে তো আবার বলছেন, নাম না নিয়ে শাহরুখ খানকেই নাকি ঠুকেছেন প্রিয়াঙ্কা। কেননা, শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তির পরও প্রিয়াঙ্কা সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বেশ কয়েকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট।
