বছর ঘুরতেই স্বস্তিতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের শেষে কেরিয়ারের চরম সাফল্যতার পাশাপাশি বিপত্তিতে পড়তে হয় পুষ্পাস্টারকে। পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় এবার শর্ত সাপেক্ষ জামিন পেলেন আল্লু অর্জুন। ৫০ হাজার টাকার দুইটি বন্ডে সাক্ষর করে জামিন পেলেন তিনি। পাশাপাশি প্রতি রবিবার তাঁকে হাজিরা দিতে হবে ছিখাদ পল্লী পুলিশ স্টেশনে।
সদ্য হিট ছবিতে বাজিমাৎ করেছেন তিনি। ভক্তের সংখ্যা অগণিত। বক্স অফিসে তাঁর প্রাপ্তির অঙ্কও বেশ মোটা। সেই আল্লু অর্জুনকেই এক রাত কাটাতে হল জেলে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার চলাকালীন তাঁরই এক অনুরাগী মহিলার মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। মহিলার ছেলেও হাসপাতালে ভর্তি। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে। একরাত কাটিয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।
প্রিজনার নম্বর ছিল ৭৬৯৭। সূত্রের খবর, সারা রাত মেঝেতে শুয়েই কাটাতে হয়েছে অভিনেতাকে। সকালে তাঁর বেরনোর সময় হতেই জেল চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় জেলের বাইরে।
ওই অনুরাগীর মৃত্যুর পর আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর শুক্রবার সকালে অভিনেতার বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিনেতাকে। হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। তবে কিছু প্রক্রিয়ার জন্য জেল থেকে বেরতে পারেননি তিনি। এরপর তিনি বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার কথাও বলেছিলেন তিনি। যদিও জট কাটেনি তাতে। এবার বছর ঘুরতেই খানিক স্বস্তি সুপারস্টার।