আইনি বিয়ে সেরে ফেলেছেন রুবেল-শ্বেতা! প্রশ্ন উঠতেই নায়ক বললেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 03, 2025 | 6:00 PM

আগামী জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। রবিবার ১৫ ডিসেম্বর আরও এক ধাপ এগোলেন তাঁরা। দুই পরিবারের উপস্থিতিতে সারলেন আশীর্বাদ পর্ব। পোশাকে ছিল রংমিলান্তি। রুবেলের পরনে ছিল নীল পাঞ্জাবী। নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা।

আইনি বিয়ে সেরে ফেলেছেন রুবেল-শ্বেতা! প্রশ্ন উঠতেই নায়ক বললেন...

Follow Us

আগামী জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। রবিবার ১৫ ডিসেম্বর আরও এক ধাপ এগোলেন তাঁরা। দুই পরিবারের উপস্থিতিতে সারলেন আশীর্বাদ পর্ব। পোশাকে ছিল রংমিলান্তি। রুবেলের পরনে ছিল নীল পাঞ্জাবী। নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। শোনা যাচ্ছে, যুগলে ইতিমধ্য়েই আইনি বিয়ে সেরে ফেলেছেন। শুক্রবার একগুচ্ছ ছবি পোস্ট করেন রুবেল।

যেখানে পরিবারের সঙ্গে তিনি সময় কাটানোর ছবি পোস্ট করেছেন অভিনেতা। অবশ্যই শ্বেতাও রয়েছেন তাঁর সঙ্গে। ছবি দেখে অনেকেই মনে করছেন তাঁদের আইনি বিয়ে বুঝি সারা হয়ে গিয়েছেন। তবে নায়ক নিজেই জানিয়েছেন তাঁরা এখনও আইনি বিয়ে সারেননি সেই পদ্ধতি শুরু হয়েছে। বাকি সব কিছুই হবে বিয়ের দিন। দুই পরিবার, ঘনিষ্ঠদের উপস্থিতিতেই শ্বেতার সিঁথিতে সিঁদুর দেবেন নায়ক।

এই মুহূর্তে অভিনেত্রীকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। এমনই সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম। শোনা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়েও করবেন তাঁরা। শোনা যাচ্ছে ১৯ জানুয়ারি তারিখ স্থির হয়েছে। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি ফটোগ্র্যাফারকে বলা হয়ে গিয়েছে। প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে। তবে এখনই বিয়ের তারিখ প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তাই তারিখ এখনও গোপনে রেখেছেন জুটিতে। খুব শীঘ্রই নাকি তাঁদের অনুরাগীদের জন্য আসতে চলেছে বড় চমক।

Next Article