কাঁধ থেকে বোঝা নামল আল্লুর,পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 04, 2025 | 6:06 PM

এক দিকে 'পুষ্পা ২'-এর সাফল্য। অন্য দিকে বিতর্কে জর্জরিত দক্ষিণী তারকা আল্লু অর্জুন। হায়দরাবাদে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারের দিন যে ঘটনা ঘটেছিল সে কথা সকলের জানা। দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন সম্প্রতি একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

কাঁধ থেকে বোঝা নামল আল্লুর,পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস

Follow Us

এক দিকে ‘পুষ্পা ২’-এর সাফল্য। অন্য দিকে বিতর্কে জর্জরিত দক্ষিণী তারকা আল্লু অর্জুন। হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের দিন যে ঘটনা ঘটেছিল সে কথা সকলের জানা। দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন সম্প্রতি একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর বিশেষ প্রদর্শনীতে ভিড়ে পদপিষ্ট হয়ে একজন মহিলার মৃত্যু হয় এবং তাঁর ছেলে গুরুতর আহত হয়। এই ঘটনায় অল্লুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

১৩ ডিসেম্বর পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে। অল্লু-সহ আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যার মধ্যে থিয়েটারের মালিকও ছিলেন। আদালত প্রথমে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে অল্লু হাইকোর্টে জামিনের আবেদন করেন। আদালত ৫০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেয়।

অল্লুকে এক রাত সংশোধনাগারে থাকতে হয়েছিল। জামিন পেয়ে তিনি সবাইকে জানান, “আমি ভালো আছি। আইন মেনে চলি এবং আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করব।” অবশেষে সেই বোঝা কাঁধ থেকে নামল নায়কের। শুক্রবার তিনি পুরোপুরি মুক্তি পেলেন আল্লু। এই খবর প্রকাশ্য়ে আসার পর অনুরাগীরা খুবই খুশি। স্বস্তি পেয়েছে নায়কের ভক্তরা। ।

Next Article