প্রথম দিনে প্রথম শো দেখতে চান, পুষ্পা ২-এর অনলাইন বুকিং শুরু এই তারিখে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 27, 2024 | 8:41 PM

Pushpa 2: প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু অনুরাগীদের। কবে থেকে পাওয়া যাবে টিকিট? ৩০ নভেম্বর অর্থাৎ আর মাত্র তিনদিন পর থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে যাবে পুষ্পা ২ ছবির। অবশেষে অপেক্ষার ইতি। বক্স অফিসে ঝড় তুলতে চলেছে পুষ্পা।

প্রথম দিনে প্রথম শো দেখতে চান, পুষ্পা ২-এর অনলাইন বুকিং শুরু এই তারিখে
আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন।

Follow Us

আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি ‘পুষ্পা ২’। ৫ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। প্রথম দিনেই এই ছবি ৩০০ কোটি আয় করতে পারে বলে মনে করছে সিনেপাড়া। প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু অনুরাগীদের। কবে থেকে পাওয়া যাবে টিকিট? ৩০ নভেম্বর অর্থাৎ আর মাত্র তিনদিন পর থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে যাবে পুষ্পা ২ ছবির। অবশেষে অপেক্ষার ইতি। বক্স অফিসে ঝড় তুলতে চলেছে পুষ্পা।

এই ছবির ট্রেলার লঞ্চে এসে অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”

প্রসঙ্গত, অপেক্ষায় দিন গুনছেন আল্লুর প্রতিটা অনুরাগী। আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরও ৪ গুন বাড়িয়ে তুলেছে এই ছবির ট্রেলার। পুষ্পার ট্রেলার লঞ্চে চমক লাগিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার লঞ্চে আল্লু উপস্থিত ছিলেন বিহারের গান্ধী ময়দানে। আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারেননি অধিকাংশই। হাজার-হাজার অনুরাগীদের সামাল দিতে মোতায়িত ছিল বিপুল সংখ্যক পুলিশ। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে ছবির প্রচার শুরু করে দিয়েছে টিম পুষ্পা। ২৭ নভেম্বর তাই পৌঁছে গিয়েছে কোচিতে। তালিকায় রয়েছে আরও অনেক শহর।

Next Article