পরিবারের জন্য পুজোর আমেজে ফেরা উচিত অনশনকারীদের: রচনা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 11, 2024 | 1:01 PM

Rachana Banerjee: অভিনেত্রী রচনা বন্দোপাধ্য়ায় এখন তিনি অবশ্য তৃণমূল সাংসদও বটে। তবে পুজোর সময় কোনও কাজের কথা নয়। বাইপাস সংলগ্ন বিলাসবহুল আবাসনে তিনি থাকেন। সেখানে ধুমধাম করে পুজো হয়। মহাষ্টমীতে অনশনরত চিকিত্‍সকদের উদ্দেশে কী বললেন রচনা?

পরিবারের জন্য পুজোর আমেজে ফেরা উচিত অনশনকারীদের: রচনা

Follow Us

অভিনেত্রী রচনা বন্দোপাধ্য়ায় এখন তিনি অবশ্য তৃণমূল সাংসদও বটে। তবে পুজোর সময় কোনও কাজের কথা নয়। বাইপাস সংলগ্ন বিলাসবহুল আবাসনে তিনি থাকেন। সেখানে ধুমধাম করে পুজো হয়। পুজোর চার দিন নিজের আবাসনেই কাটান তাঁরা। শহরে দুর্গাপুজোর উদ্বোধন ছাড়া তাই নিজের আবাসনেই কাটান তিনি। চারিদিকে ঢাকের আওয়াজ, মা দুর্গার আগমনে একদিকে যেমন আনন্দ আছে। তেমনই আবার কিছুটা মন খারাপও আছে। আরজি কর ঘটনার পর কিছুটা হলেও শহরে পুজোর রঙ ফিকে। এখন ধর্মতলার ধর্নামঞ্চে অনশনে বসে চিকিত্‍সকেরা। তাঁরা তাঁদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

মহাষ্টমীর অঞ্জলি দিয়ে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা অনশনকারীদের উদ্দেশে কী বললেন? অভিনেত্রী বললেন, “পুজোর চারটে দিন কে কীভাবে কাটাবেন সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। যাঁরা অনশন করছেন তাঁদেরকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাব। তাঁদের জন্য খুবই খারাপ লাগছে। কারণ,পুজোর চারটে দিনের জন্যই তো সারা বছর সবাই অপেক্ষা করে থাকেন। ওনারা পুজোয় কোনও আনন্দ করতে পারছেন না। এত দিন ধরে অনশন করছেন খুবই খারাপ লাগছে। চাইব তাড়াতাড়ি যেন তাঁদের সমস্যার সমাধান হয়। পরিবারের কথা তাঁদের ভাবতে হবে। চাইব তাঁরা যেন পুজোর আমেজে ফেরেন। মা-বাবার কথা, পরিবারের কথা ভেবে তাঁদের পুজোর আমেজে ফেরা উচিত। তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ করতে পারছেন না তাঁদের জন্য।”

উল্লেখ্য, টানা অনশনে অসুস্থ হয়ে পড়েন চিকিত্‍সক অনিকেত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে আরজি কর হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ রাস্তায় গ্রিন করিডর করে দেয়।

Next Article