রচনা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র দুর্বলতা কী?
দক্ষিণ কলকাতার আরবানায় একমাত্র ছেলে প্রণীলকে নিয়ে থাকেন রচনা। রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। তাহলে তাঁরাই কি রচনার দুর্বলতা? প্রিয়জনেরা উইক পয়েন্ট হবে, এ তো স্বাভাবিক। কিন্তু তা নয়।
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গ্ল্যামারাস একটি মুখ। কেরিয়ারের প্রথম থেকে আজ পর্যন্ত প্রায় এক রকম রয়েছেন নায়িকা (Actress)। এখন আর বড় পর্দায় তাঁকে সে ভাবে দেখা যায় না। বরং প্রতিদিন টেলিভিশনের পর্দায় জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এ তাঁকে দেখেন দর্শক। এ হেন রচনা তাঁর উইক পয়েন্ট সম্পর্কে প্রকাশ্যে মুখ খুললেন।
দক্ষিণ কলকাতার আরবানায় একমাত্র ছেলে প্রণীলকে নিয়ে থাকেন রচনা। রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। তাহলে তাঁরাই কি রচনার দুর্বলতা? প্রিয়জনেরা উইক পয়েন্ট হবে, এ তো স্বাভাবিক। কিন্তু তা নয়। রচনার উইক পয়েন্ট অন্য কিছু।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন রচনা। যেখানে দেখা যাচ্ছে, সামনের প্লেটে সাজানো রয়েছে মিষ্টি জাতীয় খাবার। সামনে বসে রয়েছেন তিনি। ছবির ওপরে রচনা লিখেছেন, ‘সুইট! মাই ওনলি উইক পয়েন্ট।’ অর্থাৎ মিষ্টি খেতে ভালবাসেন অভিনেত্রী। আর সেটাই তাঁর একমাত্র দুর্বলতা।
রচনার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ছবি।
রচনা সাধারণত বাড়ির খাবার খেতে পছন্দ করেন। করোনা পরবর্তী সময়ে শুটিংয়ে বাড়ি থেকে অনেকেই খাবার নিয়ে যাচ্ছেন বটে, কিন্তু রচনার সেই রুটিন চালু ছিল অনেক আগে থেকেই। তিনি বাড়ির হালকা রান্না, শাকসব্জি, ফল খেতে ভালবাসেন। নিজেকে মেনটেন করার জন্য তো বটেই, তার সঙ্গে এ সব খেতে ভালও লাগে বলে জানিয়েছিলেন। কিন্তু মেনুতে মিষ্টি থাকলে তা আর কন্ট্রোল করতে পারেন না। ডায়েট ভুলে খেয়ে ফেলেন তিনি।
দিন কয়েক আগে রচনা করোনার টিকাও নিয়েছেন। সেই টিকা নেওয়ার কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। ‘গুড বাই কোভিড-১৯’ ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে নায়িকাকে। দিদি নম্বর ওয়ান রিয়ালিটি শো রচনার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ থেকে দিদিরা এই শো-এ অংশ নেন। ফলে রচনার এই টিকাকরণে খুশি তাঁর অনুরাগীরাও।
আরও পড়ুন, নিজের থেকে বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে গিয়ে ওজন বাড়িয়েছি: সন্দীপ্তা