উন্মুক্ত বেবিবাম্প দু’হাতে আগলে রাধিকা,দর্শক লিখলেন ‘তুমি প্রথম নারী…’

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 18, 2024 | 11:13 AM

Radhika Apte: ম্যাটার্নিটি ফটোশুট বর্তমানে খুবই সাধারণ একটা ব্যাপার। করিনা কাপুর খান থেকে দীপিকা পাড়ুকোন বলিপাড়ার অনেক নায়িকাকেই মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল অভিনেত্রী রাধিকা আপ্তের ম্যাটার্নিটি ফটোশুটের বিশেষ ছবি। মঙ্গলবার রাত থেকে ভাইরাল রাধিকার বেবিবাম্পের ছবি।

উন্মুক্ত বেবিবাম্প দুহাতে আগলে রাধিকা,দর্শক লিখলেন তুমি প্রথম নারী...

Follow Us

ম্যাটার্নিটি ফটোশুট বর্তমানে খুবই সাধারণ একটা ব্যাপার। করিনা কাপুর খান থেকে দীপিকা পাড়ুকোন বলিপাড়ার অনেক নায়িকাকেই মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল অভিনেত্রী রাধিকা আপ্তের ম্যাটার্নিটি ফটোশুটের বিশেষ ছবি। মঙ্গলবার রাত থেকে ভাইরাল রাধিকার বেবিবাম্পের ছবি। কয়েক দিন আগেই জানা গিয়েছে যে কন্যা সন্তানের মা হয়েছেন রাধিকা। নিজের প্রেগন্যান্সির খবর অনেক দিন পর্যন্ত আড়ালেই রেখেছিলেন নায়িকা। আচমকাই প্রকাশ্যে আসে সেই খবর। নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ্যে আনতে চান না নায়িকা।

সেই মতেই মেয়ে হওয়ার খবরও অনেক পরেই জানিয়েছেন তিনি। সন্তান জন্মের এক সপ্তাহ পরে তাঁকে স্তন্যপানের ছবি পোস্ট করে সুখবর দেন অভিনেত্রী। এবার প্রকাশ্যে এল ম্যাগাজিনের জন্য করা তাঁর মাতৃত্বকালীন ফটোশুটের ছবি। সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের শরীরে কী কী সমস্যা হত সেই সব কিছুই ভাগ করে নেন অভিনেত্রী। অনাবৃত স্ফীতোদর হাত দিয়ে আগলে রয়েছেন। এমন ছবি দর্শকের একাংশের অবশ্য একেবারেই পছন্দ হয়নি।

 

ফটোশুটের ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘সন্তানের জন্ম দেওয়ার এক সপ্তাহ আগে আমি এই ফটোশুট করেছিলাম। সত্যি কথা বলতে কি, আমি কখনও নিজের এমন চেহারা দেখিনি। অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। আমার শরীর ফুলে গিয়েছিল, আমার পেলভিস অসহ্য ব্যথা ছিল এবং ঘুমের অভাবে সমস্ত কিছুতে আমার দৃষ্টিভঙ্গি কেমন তির্যক হয়ে উঠেছিল। এখন মাতৃত্বের দুই সপ্তাহও হয়নি, আমার শরীর আবার অন্যরকম দেখাচ্ছে।” অনেকে নায়িকাকে দেখে প্রশংসাও করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, “এইরকম শরীর দেখানোর কী অর্থ? প্রেগন্যান্সির সঙ্গে এর কী সম্পর্ক আছে?” আর এক জন লেখেন, “তুমি প্রথম নারী নও যে সন্তানের জন্ম দিয়েছো, এই ফটোশ্যুটের সঙ্গে নগ্নতার ফারাক নেই।” তবে কাউকে কোনও উত্তর দেননি অভিনেত্রী।

Next Article