কলকাতায় নতুন ছবির শুটিং শুরু করলেন রাধিকা আপ্তে, প্রযোজক বাঙালি

রণজিৎ দে |

Mar 03, 2021 | 5:34 PM

'ইন্দু কি জাওয়ানি' ছবির পরিচালক আবীর সেনগুপ্ত নতুন ছবির শুটিং শুরু করলেন। তবে এবার তিনি প্রযোজক। কলকাতায় চলছে জোরকদমে শুটিং। চুপিসারে। মুখ্য চরিত্রে রাধিকা আপ্তে।

কলকাতায় নতুন ছবির শুটিং শুরু করলেন রাধিকা আপ্তে, প্রযোজক বাঙালি
রাধিকা আপ্তে

Follow Us

‘নেটফ্লিক্স গার্ল’ রাধিকা আপ্তে এখন কলকাতায়। শেষবার রাধিকাকে দেখা গিয়েছিল নেটফ্লিক্স-এর ছবি ‘রাত আকেলি হ্যায়’তে। সেই রাধিকা আপ্তেই তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু করলেন ‘সিটি অফ জয়’-এ। তবে কোনও বাংলা ছবি নয়, হিন্দিতেই ছবি করছেন রাধিকা। ছবির গোটা টিম যদিও মুখে কুলুপ এঁটেছে।

ঘনিষ্ঠ সূত্রের খবর, রাধিকার এই ছবি একটি কমেডি-থ্রিলার। ছবির নামও বেশ মজাদার: ‘মিসেস আন্ডারকভার’। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে কাহিনির মধ্যে মিশে আছে রহস্য এবং মজা, দুই-ই। ছবিটি পরিচালনা করছেন অনুশ্রী মেহেতা। এটি অনুশ্রীর দ্বিতীয় ছবি। এর আগে ‘আনকহি’ নামে একটি ছবি পরিচালনা করেছেন অনুশ্রী। সেই ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ় করেছিল।

‘মিসেস আন্ডারকভার’ প্রযোজনা করছেন আরও একজন পরিচালক। তিনি আবীর সেনগুপ্ত। আবীর সম্প্রতি কিয়ারা আদবানিকে নিয়ে ‘ইন্দু কি জওয়ানি’ পরিচালনা করেছেন। আবীর এবং অনুশ্রী দু’জনেই বহু দিনের বন্ধু। দু’জনেই মুম্বইবাসী। দু’জনেই একসঙ্গে তৈরি করেছিলেন ওঁদের প্রথম বাংলা ছবি ‘যমের রাজা দিল বর’। আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার অভিনয় করেছিলেন সেই ছবিতে। তখন ছবিতে প্রযোজকের ভূমিকায় ছিলেন অনুশ্রী, পরিচালনায় আবীর।

‘মিসেস আন্ডারকভার’-এর ছবিটা অবশ্য় পুরোটাই উল্টো। এই ছবিতে আবীর প্রযোজক, আর অনুশ্রী পরিচালক। ওঁদের পছন্দের জঁর কমেডি। ‘যমের রাজা দিল বর’ এবং ‘ইন্দু কি জওয়ানি’ দু’টোই কমেডি ছবি। ছবি নিয়ে আবীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনই ছবি নিয়ে কিছু বলা যাবে না। সময় আসুক, সব জানাব।”

আরও পড়ুন :‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ঠিক কী করেন টুইঙ্কল খান্না?

ছবির সঙ্গে যুক্ত নাম প্রকাশ্য়ে অনিচ্ছুক এক সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতাই ছবির প্রেক্ষাপট। তাই-ই গোটা ছবির শুটিং কলকাতাতেই হবে। এই ছবিতে রাধিকা ছাড়াও আছেন ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত সুমিত ব্যাস। টলিউড থেকে রয়েছেন লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী এবং আরও কয়েকজন। তবে ছবির গল্প বা রাধিকার চরিত্র নিয়ে টিমের কেউ মুখ খলতে চাননি।

Next Article