‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ঠিক কী করেন টুইঙ্কল খান্না?

কাজের সময় অন্য কেউ বিরক্ত করুক, তা টুইঙ্কলের পছন্দ নয়। তবুও তিনি মেয়ের কাছে মজা করে জানতে চেয়েছেন, তাঁর ঘরে কী করছে সে? তার কি কোনও ক্লাস নেই? তারপর তিনি মজা করেই লিখেছেন, বিছানায় জিমন্যাস্টিক চলছে।

‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ঠিক কী করেন টুইঙ্কল খান্না?
টুইঙ্কল খান্না।
Follow Us:
| Updated on: Mar 03, 2021 | 4:35 PM

ওয়ার্ক ফ্রম হোম। এই বিষয়টার সঙ্গে হয়তো আগে আপনি পরিচিত ছিলেন। কিন্তু করোনা আতঙ্ক এবং লকডাউন যেন ওয়ার্ক ফ্রম হোমকে অভ্যেসে পরিণত করেছে। এই তালিকায় বাদ নেই সেলেবরাও। সদ্য নিজের বাড়ি থেকে কাজের নমুনা অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন টুইঙ্কল খান্না (Twinkle Khanna)।

ওয়ার্কিং মায়েদের বাড়িতে পেশাদার দায়িত্ব সামলানোর পাশাপাশি সামলাতে হয় সন্তানদেরও। টুইঙ্কলও ব্যতিক্রম নন। টুইঙ্কল-অক্ষয়ের ছেলে আরভ এখন টিনএজার। ফলে তাকে আলাদা করে সামলাতে হয় না। কিন্তু মেয়ে নিতারা অনেকটাই ছোট। ফলে বাড়িতে পেশাদারি কাজ সামলেও মেয়েকে দেখভাল করতে হয়। টুইঙ্কলের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিছানায় বসে তিনি ল্যাপটপে কাজ করছেন। পাশেই লাফালাফি করছে মেয়ে। টুইঙ্কলের ভাষায়, ‘জিমন্যাস্টিক অন বেড’।

কাজের সময় অন্য কেউ বিরক্ত করুক, তা টুইঙ্কলের পছন্দ নয়। তবুও তিনি মেয়ের কাছে মজা করে জানতে চেয়েছেন, তাঁর ঘরে কী করছে সে? তার কি কোনও ক্লাস নেই? তারপর তিনি মজা করেই লিখেছেন, বিছানায় জিমন্যাস্টিক চলছে। তাই তাঁর ল্যাপটপ রীতিমতো কাঁপছে। স্কুল যাতে এই সব শিশুদের ফের স্কুলে নিয়ে গিয়ে ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়, সে আর্জিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, ‘কাচের ঘরে থেকে অন্যের ঘরে পাথর না ছোড়াই ভাল’, যোগীকে তোপ সায়নীর

অতীতে বহুবার মজার বিভিন্ন পোস্ট করেছেন টুইঙ্কল। অভিনয়ের কেরিয়ার ছেড়ে এখন তিনি পুরোদস্তুর লেখিকা। বাড়িতে থেকে লেখার কাজই করছিলেন তিনি। তিনি যেমন করে মেয়েকে সামলাচ্ছেন, এমন ভাবেই অন্য মায়েদেরও কাজের ফাঁকে সন্তানকে সময় দিতে হয়। আদতে টুইঙ্কল এই বার্তাই দিতে চেয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।