Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: ‘লক্ষ লক্ষ মুসলিমের বিশ্বাস ভাঙল’, ওয়াকফ বিলে নীতীশের সমর্থন, দল ছাড়লেন বড় ২ মুখ

JDU: চিঠিতে কাশিম আনসারি লিখেছেন, "ওয়াকফ বিল ভারতীয় মুসলমানদের বিরোধী। আমরা এটা কোনওভাবেই গ্রহণ করতে পারব না। এই বিল সংবিধানের মৌলিক অধিকারকেই খর্ব করছে।

Waqf Bill: 'লক্ষ লক্ষ মুসলিমের বিশ্বাস ভাঙল', ওয়াকফ বিলে নীতীশের সমর্থন, দল ছাড়লেন বড় ২ মুখ
দল ছাড়লেন দুই জেডিইউ নেতা।Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 04, 2025 | 7:23 AM

নয়া দিল্লি: এই বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বড় ধাক্কা খেল নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড)। দল থেকে ইস্তফা দিলেন দুই নেতা। হঠাৎ এই ইস্তফা কেন? কারণ দল সমর্থন জানিয়েছে ওয়াকফ সংশোধনী বিলে। সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল পাশ হতেই তাই দুই নেতা একসঙ্গে ইস্তফা দিলেন।

জানা গিয়েছে, জেডি(ইউ) নেতা মহম্মদ কাশিম আনসারি ও মহম্মদ আশরাফ আনসারি বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী তথা দলের নেতা নীতীশ কুমারকে চিঠি লিখে দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। ইস্তফার কারণ হিসাবে কাশিম আনসারি বলেন যে ওয়াকফ ইস্যুতে কেন্দ্রকে দলের সমর্থনে তিনি অত্যন্ত ব্যথিত। ওয়াকফ সংশোধনী বিল দলের নীতির বিরুদ্ধে, তাও সেই বিলকে সমর্থন করা হল।

চিঠিতে তিনি লিখেছেন, “ওয়াকফ বিল ভারতীয় মুসলমানদের বিরোধী। আমরা এটা কোনওভাবেই গ্রহণ করতে পারব না। এই বিল সংবিধানের মৌলিক অধিকারকেই খর্ব করছে। এই বিলের মাধ্যমে ভারতীয় মুসলিমদের অপমান ও হেনস্থা করা হচ্ছে। আপনি (নীতীশ কুমার) ও আপনার দল সেটা বুঝছে না। আমার দুঃখ হচ্ছে যে জীবনের এতগুলি বছর আমি এই দলকে দিয়েছি।”

অন্যদিকে, জেডি(ইউ)-র সংখ্যালঘু মোর্চার প্রধান মহম্মদ আশরাফ আনসারি ইস্তফাপত্রে লিখেছেন যে লক্ষ লক্ষ মুসলিমের বিশ্বাস ছিল নীতীশ কুমার ধর্মনিরপেক্ষ চিন্তাধারায় বিশ্বাসী। তাদের সকলের বিশ্বাস ভেঙেছে। জেডি(ইউ)-র এই অবস্থানে জেডিইউ-র মুসলিম কর্মী ও সমর্থকরা আঘাত পেয়েছে।

জেডিইউ সাংসদ ললন সিংয়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন চিঠিতে। আশরাফ আনসারি লিখেছেন, “যেভাবে ললন সিং সংসদে বক্তব্য রেখেছেন এবং লোকসভায় ওয়াকফ বিলকে সমর্থন করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। এই ওয়াকফ বিল ভারতীয় মুসলিমদের বিরোধী।”