২৫ জানুয়ারি। রাঘব চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই দিন আরও এক গায়কের জন্মদিন। তিনি হলেন, রূপম ইসলাম। দুই গায়কের জন্মদিন উপলক্ষ্যে সর্বত্র ভক্তদের উচ্ছ্বাস। সকলেই তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে রাঘব চট্টোপাধ্যায়ের এই বছরের জন্মদিনটা একটু বিশেষ হয়েই থেকে গেল। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তিনি। তবে এবার যে উপহার তিনি পেলেন, তা এক শিল্পীর কাছে ভীষণ পছন্দের। পছন্দের বলা ভুল। বরং বলা যেতে পারে, তিনি আবেগঘন হয়ে পড়লেন। খুলে বলা যাক ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে। নিজের কাজ মিটিয়ে এদিন বাগডোগরা বিমানমন্দরে উপস্থিত হন তিনি বিমান ধরবেন বলে। আর সেখানেই অপেক্ষায় ছিল বড় চমক।
বিমান বন্দরের গ্রাউন্ড স্টাফরা তাঁকে দেখা মাত্রই গেয়ে উঠলেন তাঁর প্রিয় গান। চাঁদ কেন আসে না আমার ঘরে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি উপভোগ করলেন রাঘব। এখানেই শেষ নয়, বরং নিজেও গলা মেলালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে রাঘব লিখলেন- ”জন্মদিনে এর থেকে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে? উত্তরবঙ্গে বাগডোগরা এয়ারপোর্টে আচমকা এক বিশেষ উপহার পেলাম। এয়ারপোর্টের সমস্ত ক্রু আমাকে ভালোবাসা জানিয়ে, আমারই গান গেয়ে যেভাবে আপন করে নিল, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে আজীবন।”