মেরে ফেলা হল রাহুলকে! ‘এতটা অসম্মান কি প্রাপ্য?’ মস্ত ভুল দেখে লিখলেন অভিনেতা
Viral Post: যদিও অনেকেই মনে করেন অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি রাহুলের মিল খুঁজে পান পাওয়া যায়। অভিনয়ের তো বটেই, মুখের মিলও নাকি রয়েছে বেশ খানিক। রাহুলেরও তা অজানা নয়। একবার রাহুলের ফেসবুক পোস্টে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে এক যোগসূত্রের কথা শেয়ার করা হয়।

সোমবার সকাল-সকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেই যেন বুক কেঁপে উঠল রাহুল বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে ছড়িয়ে পড়েছে তাঁর সাদা কালো ছবি। তবে নামের জায়গায় চোখ রাখলে স্বস্তি ফেরে অনেকেই। কারণ প্রয়াত কিংবদন্তি নায়ক অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে ভুল করে রাহুলের ছবি পোস্ট করা হয়েছে। আর তা চোখে পড়তেই সরব হলেন নায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্টটা শেয়ার করে লিখলেন– “ইয়ে বলছিলাম, অনিল চট্টোপাধ্যায়ের এতটা অসম্মান কি প্রাপ্য?”
যদিও অনেকেই মনে করেন অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি রাহুলের মিল খুঁজে পান পাওয়া যায়। অভিনয়ের তো বটেই, মুখের মিলও নাকি রয়েছে বেশ খানিক। রাহুলেরও তা অজানা নয়। একবার রাহুলের ফেসবুক পোস্টে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে এক যোগসূত্রের কথা শেয়ার করা হয়। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে আয়োজিত পথ-নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাহুল। তখন রাহুলের বয়স এগারো কি বারো। সেই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্বয়ং অনিল চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানের অভিজ্ঞান পত্রে সইও রয়েছেন প্রবাদপ্রতিম অভিনেতার। রাহুল সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অনেকেই বলেন আমার সঙ্গে অনিল চট্টোপাধ্যায়ের মিল আছে…আমার শৈশবে পাওয়া শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার অনিলবাবুর হাত থেকে নেওয়া…বিশেষ অতিথির সই ও ওঁর করা…’
প্রসঙ্গত, অভিনয়ের এত গুণের কারণে সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা পরিচালকদের চোখে পড়েছিলেন অনিল চট্টোপাধ্যায়। ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘কাঞ্চনজঙ্ঘা’র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছেন। বাংলা ছবির এক বড় অংশ জুড়ে রয়েছেন তিনি। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য।





