হ্যাকার গ্রাসে রাহুল বৈদ্য, তারকার পেজ থেকে একের পর এক ‘আজগুবি’ পোস্ট

May 06, 2021 | 7:43 PM

হ্যাকার গ্রাসে সেলেবদের জেরবার হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। টলিউডে এর সাম্প্রতিকতম শিকার অভিনেত্রী মানালি দে এবং সুরকার জয় সরকার। মহিলাদের স্বল্প পোশাক এবং নিতম্ব প্রদর্শন থেকে শুরু করে বাবা এবং সদ্যোজাতর খুনসুটি– গত ফেব্রুয়ারি থেকে জয়ের পেজে শেয়ার করা হচ্ছিল এমনই সব ভিডিয়ো।

হ্যাকার গ্রাসে রাহুল বৈদ্য, তারকার পেজ থেকে একের পর এক আজগুবি পোস্ট
রাহুল বৈদ্য

Follow Us

হ্যাকারের গ্রাসে আরও এক বলি-তারকা। হ্যাক করা হল গায়ক রাহুল বৈদ্যর ফেসবুক পেজ। ইনস্টাগ্রামে সে কথা শেয়ার করেছেন রাহুল নিজেই।

রাহুল লেখেন, “সবাইকে জানাচ্ছি আমার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। হ্যাকার যে সব ভিডিয়ো পোস্ট করছে, দয়া করে সে সব এড়িয়ে চলুন”। অন্যদিকে রাহুলের ভেরিফায়েড ফেসবুক পেজটি খুলতেই চোখে পড়ছে নানা ধরনের ‘আজগুবি’ পোস্ট। কোথাও পাহাড়ের সরু খাদ দিয়ে হেঁটে চলার ভিডিয়ো, আবার কোনওটি প্র্যাঙ্ক ভিডিয়ো। পোস্টের কমেন্ট সেকশনেও প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন বিগবস প্রতিযোগীর ভক্তরাও। হ্যাকারের প্রতি তাঁরা উগরে দিয়েছেন ক্ষোভ। যদিও রাহুল জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পেজটি পুনরুদ্ধারের চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন।

হ্যাকার গ্রাসে সেলেবদের জেরবার হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। টলিউডে এর সাম্প্রতিকতম শিকার অভিনেত্রী মানালি দে এবং সুরকার জয় সরকার। মহিলাদের স্বল্প পোশাক এবং নিতম্ব প্রদর্শন থেকে শুরু করে বাবা এবং সদ্যোজাতর খুনসুটি– গত ফেব্রুয়ারি থেকে জয়ের পেজে শেয়ার করা হচ্ছিল এমনই সব ভিডিয়ো। অন্যদিকে মানালি ইনস্টা অ্যাকাউন্ট হ্যাকড হয়ে তা থেকে মুছে দেওয়ায় হয়েছিল সমস্ত ছবি।

রাহুলের পেজ থেকে শেয়ার করা হচ্ছে এমনই সব পোস্ট 

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকার হ্যাকারগ্রাসের হাত থেকে নিস্তার পাওয়ার কি কোনও উপায় নেই? হ্যাক যদি হয়েও সে ক্ষেত্রে আইন কী বলছে? ঠিক কী জরিমানা হতে পারে একজন হ্যাকারের? টিভিনাইন বাংলার তরফে আইনজীবী এবং সাইবার আইন বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফেসবুক-ইনস্টাসহ সোশ্যাল মিডিয়াগুলি সুরক্ষিত এন্সক্রিপশন পদ্ধতি ব্যবহার করা হয় বলে তা হ্যাক করা অতটাও সহজ নয়। সেক্ষেত্রে নয় কোনও অযাচিত লিঙ্ক ক্লিক করে অথবা কারও সঙ্গে ভুলবশত পাসওয়ার্ড শেয়ার করা থেকে হ্যাকিং হতে পারে। হতে পারে পাসওয়ার্ড শেয়ার করলাম না কিন্তু কোথাও থেকে লগ ইন করে তা লগ আউট করতে ভুলে গেলাম।”

আরও পড়ুন-‘কতদিন পর ফ্লোরে এসছি…সুদীপার জন্যই সম্ভব হল, ভীষণ আনন্দ হচ্ছে’, ‘কামব্যাক’ শঙ্কর ঘোষালের

ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা অনুযায়ী, কারও অনুমতি ছাড়া কেউ যদি কারও অ্যাকাউন্টে প্রবেশ করে, তবে যার অ্যাকাউন্ট সেই ব্যক্তি পাঁচ কোটি টাকা পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এ ছাড়াও যদি কেউ অসৎ উদ্দেশ্যে অন্যের প্রোফাইলের অ্যাকসেস নেয় অর্থাৎ তাঁর ক্রিমিনাল মোটিফ থাকে সেক্ষেত্রে অপরাধীর তিন বছর পর্যন্ত জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হতে পারে, জানিয়েছেন বিভাস চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, এই মুহূর্তে কাজের দিক দিয়ে প্রচন্ড ব্যস্ত রাহুল। ‘খতরো কি খিলাড়ি’র শুটের জন্য তিনি উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। বিগবসের পর আরও এক রিয়ালিটি শো-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চলেছে একদা ‘ইন্ডিয়ান আইডল’ ফেম রাহুল বৈদ্য।

Next Article