Raj Babbar: মিঠুনকে নিয়ে ‘বিরক্ত হয়ে’ সিন্ডিকেট তৈরি করেছিলেন রাজ বব্বর! তারপর…

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 07, 2023 | 5:27 PM

Bollywood: বকা খেয়ে নাচের গ্রুপ থেকে বাদ তো পরেছিলেন তবে, ব্য়াপারটি পরে যায় পরিচালক বনি কাপুরের চোখে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে, মিঠুনের সঙ্গেই তাঁদের নাচতে হবে সাফ জানিয়ে দেন বনি।

Raj Babbar: মিঠুনকে নিয়ে বিরক্ত হয়ে সিন্ডিকেট তৈরি করেছিলেন রাজ বব্বর! তারপর...
মিঠুনকে নিয়ে 'বিরক্ত হয়ে' সিন্ডিকেট তৈরি করেছিলেন রাজ বব্বর! তারপর...

Follow Us

সম্প্রতি দ্য় কপিল শর্মা শো (The Kapil Sharma Show)-এ দুই ছেলে প্রতীক ও আর্য এবং মেয়ে জুঁইকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের (Bollywood) রেট্রো নায়ক রাজ বব্বর। নিজের জীবনের বেশ কিছু অভিজ্ঞতা হাসি-মজার মাধ্য়মে শেয়ার করে নিচ্ছিলেন সকলের সঙ্গে। এরই মাঝে সঞ্চালক কপিল শর্মা, তাঁর নাচতে না পারা নিয়ে মজা করলে, তাঁর জীবনের এক মজার ঘটনা ভাগ করলেন তিনি। বনি কাপুরের ছবি,’হাম পাঁচ’-এ না নাচার জন্য় নাকী তিনি সহ অভিনেতা নাসিরউদ্দিন শাহ, গুলসন গ্রোভারদের নিয়ে একপ্রকার সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন। মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty)থেকে বাঁচতে বাধ্য় হয়ে এই সিন্ধান্ত নিতে হয়েছিল তাঁকে।

বড় মঞ্চে শুধু বাংলার নাম উজ্জ্বল করাই নয়, সেই সঙ্গেই তাঁর সহ-অভিনেতাদের ভয়ের কারণ ছিলেন বলিউডের ‘ডিস্কো ডান্সার’ ওরফে মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে বনি কাপুরের ছবিতে অভিনয় করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল রাজ বাব্বরদের। প্রথমত ভাল নাচতে পারতেন না তাঁরা। আর সামনে মিঠুন চক্রবর্তী, যাঁর সামনে সব পারফরম্য়ান্স ফিঁকে।  তাঁর সঙ্গে নাচতে পারা কার্যত সম্ভব ছিল না অন্যান্য সহ-অভিনেতার কাছে।  তাই মজার ফন্দি এঁটেছিলেন তাঁরা। এই ছবিতে কোরিওগ্রাফারের ভূমিকায় ছিলেন বিখ্যাত কমল মাস্টার। বব্বর, নাসিরউদ্দিনদের প্ল্য়ান ছিল ইচ্ছে করে আরও বাজে  নাচার,  যাতে বকা দিয়ে তাঁদের বাদ দিয়ে দেওয়া হয় পারফরম্য়ান্স থেকে। তবে তাঁদের সেই পরিকল্পনা সফল হয়নি।

বকা খেয়ে নাচের গ্রুপ থেকে বাদ তো পড়েছিলেন তবে, ব্য়াপারটি পড়ে যায় পরিচালক বনি কাপুরের চোখে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে, বনি সাফ জানিয়ে দেন, মিঠুনের সঙ্গেই তাঁদের নাচতে হবে।  এরপর শুরু হয় প্র্য়াক্টিস। মিঠুন সামনে ও তাঁরা পিছনে নাচবেন স্থির হয়ে যায়। পরে অবশ্য পরিচালকের কাছে পুরো বিষয়টি খুলে বলেন বব্বর সাহেব। বকাঝকা তো দূর, নিছকই মজার ছলে পুরো ব্য়াপারটিকে দেখেছিলেন বনিও। সাধে কি নাচের জগতে মিঠুন আজও ‘মহাগুরু’? উল্লেখ্য, ওই  ছবিতে রাজ বাব্বর, নাসিরউদ্দিন শাহদের পাশাপাশি অভিনয় করেছিলেন শাবানা আজমি, অনিল  কাপুর ও অমরেশ পুরিরা।

Next Article
Srabanti Chatterjee: শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! নায়িকার সাধের জিম নিয়ে নালিশ থানায়
Mini Mathur: ‘ইন্ডিয়ান আইডল’-এর সবটাই আগে থেকে তৈরি করা, এবার পর্দা ফাঁস শো-সঞ্চালকের