আনন্দ ছবির জন্য প্রথমে ভাবা হয়েছিল রাজ কাপুরকে, কেন করলেন না রাজ কাপুর?
রাজ কাপুর থেকে শুরু করে একাধিক বলিউডের তারকাদের কাছে আনন্দ ছবির চিত্রনাট্য নিয়ে ঘুরেছেন পরিচালক ঋযিকেশ মখোপাধ্যায়। তবে অবশেষে এই চরিত্রের জন্য ঠিক করা হয় রাজেশ খান্নাকে।

বাবু মশাই কথাটা শুনলে একটা চিত্র চলে আসে চোখের সামনে, ‘আনন্দ’ ছবির সেই দৃশ্য। যা দেখলে আজও দর্শকদের চোখে জল ভোরে যায়। সেই ছবির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে এক অজানা গল্প উঠে এল পরিচালক প্রভাত রায়ের লেখা ‘ক্ল্যাপস্টিক’ বইতে। প্রভাত রায় এই কাহিনি তিনি শুনেছেন পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের থেকে।
প্রভাত রায়ের কথায়, ” ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে রাজ কাপুরের সম্পর্ক খুব ভালো ছিল। দেখা হলেই রাজ কাপুর ঋষিকেশ মুখোপাধ্যায় কে বাবুমশাই বলে সম্বোধন করতেন। আর এখন থেকেই ঋষিকেশ মুখোপাধ্যায়ের মাথায় আইডিয়া আসে ‘আনন্দ ‘ ছবির করার। এবং তিনি ঠিক করেন রাজ কাপুরকেই আনন্দ এর চরিত্রে অভিনয় করাবেন। তবে যা ভাবা হয় সেটা সবসময় না হতেও পারে, সেই সময় হঠাৎই অসুস্থ হয় পড়েন রাজ কাপুর। এমনকি বলিউডে রটে যায় রাজ কাপুর হয়তো আর বাঁচবেন না । তাই পরিচালক ঋষিকেশ ভাবলেন, আনন্দ চরিত্রটাও তো শেষে মারা যাবে , সেই চরিত্রে রাজ কাপুরকে দিয়ে অভিনয় করালে, দর্শকদের মনে খারাপ ধারণা হবে, তাই তিনি চলে যান শশী কাপুরের কাছে আনন্দ এর স্ক্রিপ্ট নিয়ে, তবে শশী কাপুরের ডেট না পাওয়া গেলনা। এর পর ঋষিকেশ মুখোপাধ্যায় ঠিক করলেন চরিত্রটা কিশোর কুমারকে দিয়ে করাবেন। ফোনে কথাও হয়ে গিয়েছিল। কিশোর কুমার চিত্রনাট্য নিয়ে তাঁর বাড়িতে দেখা করতে বললেন। তবে কিশোর কুমার ঋষিকেশ দার আসার কথা গেটে বলে রাখতে ভুলে গিয়েছিলেন। ঋষিকেশ মুখোপাধ্যায় কিশোর কুমারের বাড়ি গেলে দরজায় দারোয়ান যেই বোঝেন, ঋষিকেশ মুখোপাধ্যায় বাঙালি তাঁকে কিছুতেই ঢুকতে দেননি। কারন কিছুদিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে গান গেয়ে পুরো টাকা পাননি কিশোর কুমার, তাই তিনি দারোয়ানকে বলে রেখেছিলেন, বাঙালি দেখলে বাড়িতে ঢুকতে দেবেনা। এর পর ঋষিকেশ মুখোপাধ্যায় কিশোর কুমারের উপর চটে যায়, বেশকিছু দিন কথাও বলেলনি, আর এর পরই আনন্দ এর চরিত্রের জন্য রাজেশ খান্নাকে নিয়ে নেন।”
প্রভাত রায় আরও যোগ করেন, ”কিশোর কুমারের উপর এতোটাই চটেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়, যে আনন্দ এর একটাও গান কিশোর কুমারকে দিয়ে গাওয়ান নি । পরে অবশ্য ভুল বোঝাবুঝি মিটে গিয়েছিল। আর আনন্দ ছবিটি কাল্ট হয়ে রয়েছে। ” প্রসঙ্গত সুপারস্টার রাজেশ খান্নাও তাঁর শেষ জীবনে সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
