আমাকে জোর করবেন না, কষ্ট হয়: রজনীকান্ত

Jan 11, 2021 | 3:19 PM

কোনও মূল্যেই রাজনীতির ময়দানে দেখা যাবে না তাঁকে। অনুরাগীরা যতই চাপ সৃষ্টি করুক না কেন তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকবেন। সোমবার এক লিখিত বিবৃতিতে এমনটাই জানালেন দক্ষিণী সুপারস্টার ‘থালাইভা’ রজনীকান্ত। তিনি লেখেন, “কেন আমি রাজনীতিতে অংশ নিতে চাইনা, সে বিষয়ে সবিস্তারে এর আগেই আমি জানিয়েছি। সবার কাছে আমার অনুরোধ রাজনীতিতে অংশ নেওয়ার জন্য আমায় দয়া […]

আমাকে জোর করবেন না, কষ্ট হয়: রজনীকান্ত
রজনীকান্ত।

Follow Us

কোনও মূল্যেই রাজনীতির ময়দানে দেখা যাবে না তাঁকে। অনুরাগীরা যতই চাপ সৃষ্টি করুক না কেন তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকবেন। সোমবার এক লিখিত বিবৃতিতে এমনটাই জানালেন দক্ষিণী সুপারস্টার ‘থালাইভা’ রজনীকান্ত। তিনি লেখেন, “কেন আমি রাজনীতিতে অংশ নিতে চাইনা, সে বিষয়ে সবিস্তারে এর আগেই আমি জানিয়েছি। সবার কাছে আমার অনুরোধ রাজনীতিতে অংশ নেওয়ার জন্য আমায় দয়া করে জোর করবেন না। তা আমার জন্য বেদনাদায়ক।”

গত ডিসেম্বরে শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ ওই অভিনেতা। ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই দিন কয়েক কাটিয়ে গত ২৯ ডিসেম্বর এক লিখিত বিবৃতির মাধ্যমে প্রথম বার সক্রিয় রাজনীতিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে ব্যক্ত করেন রজনী। ওই বিবৃতিতে তিনি লেখেন, “নিজের জন্য অন্যকে বলির পাঁঠা বানাতে পারব না। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না। এই কথাগুলো লিখতে গিয়ে আমার কত কষ্ট হচ্ছে তা আমিই জানি।” প্রিয় নেতা- অভিনেতার এই সিদ্ধান্ত শোনার পরেই ভেঙে পড়েন রজনী ফ্যানের একাংশ। টুইটার জুড়ে অনুরোধ আসতে থাকে তাঁকে রাজনীতিতে অংশ নিতেই হবে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। অন্য দিকে ‘আম্মা’ জয়ললিতার মৃত্যুর পর সেভাবে নেতাসুলভ মুখ উঠে না আসায় রজনীই ছিলেন তামিল রাজনীতিতে অন্যতম ‘আশার আলো’। তাঁর এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ হয়ে পড়েন অনুরাগীরা। আর সে কারণেই চেন্নাইয়ের ভাল্লুবর কোট্টামে প্রিয় নেতার সিদ্ধান্তকে আরও একবার খতিয়ে দেখার আর্জি জানিয়ে রবিবার দিনভর অবস্থান বিক্ষোভ করেন রজনী-ফ্যানেরা। হাতে ব্যানার, গলায় পোস্টার নিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন, “নাঊ অর নেভার’। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। রাজি হননি অভিনেতা। উপরন্তু পোস্টের মাধ্যমে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

Next Article