শাহরুখকে চিত্রনাট্যে সই করাতে ‘মন্নত’-এর সামনে ধরনা অনুরাগীর

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 11, 2021 | 2:52 PM

জয়ন্তর এই কাজ নেট নাগরিকদের নজরে এসেছে। অনেকেই তাঁর পোস্ট শেয়ার করেছেন।

শাহরুখকে চিত্রনাট্যে সই করাতে ‘মন্নত’-এর সামনে ধরনা অনুরাগীর
শাহরুখ খান (বাঁদিকে)। অভিনেতার বাড়ির সামনে জয়ন্ত (ডানদিকে)।

Follow Us

‘কথায় বলে, যদি তুমি কিছু মন থেকে চাও, তাহলে সেটা তোমাকে পাওয়ানোর জন্য পুরো পৃথিবী সাহায্য করবে…।’ ‘ওম শান্তি ওম’ ছবিতে এমনই সংলাপ বলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই সংলাপ বিশ্বাস করেছেন শাহরুখ ভক্ত জনৈক জয়ন্ত সেগি। আর বিশ্বাস করেই নিজের ছবিতে শাহরুখকে দিয়ে অভিনয় করাতে চান। শাহরুখকে চুক্তিপত্রে সই করানোর জন্য তিনি মুম্বইতে শাহরুখের বাংলো ‘মন্নত’-এর সামনে ধরনায় বসেছেন।

শাহরুখের সংলাপ ফিল্মি ছিল। কিন্তু জয়ন্তর চাওয়া বা তাঁর কাজ ঘোর বাস্তব!


সূত্রের খবর, জয়ন্ত আদতে বেঙ্গালুরুর বাসিন্দা। পরিচালক হওয়ার স্বপ্ন দেখেন। সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচালক হিসেবে পরিচয়ও দেন তিনি। তাঁর প্রথম ছবির চিত্রনাট্যও নাকি তৈরি। সেই স্টোরি আইডিয়া শাহরুখের সঙ্গে শেয়ার করবেন বলে, চিত্রনাট্যে শাহরুখকে দিয়ে সই করাবেন বলে মন্নতের বাইরে ধরনায় বসেছেন তিনি।

২০২১-এর শুরুতেই নাকি শাহরুখকে দিয়ে নিজের ছবিতে সই করানোর শপথ নিয়েছেন জয়ন্ত। সোশ্যাল মিডিয়ায় সে কথা বড় করে ঘোষণা করেছেন। তাঁর ছবির নাম ‘প্রজেক্ট এক্স’। ছবির একটি পোস্টারও তৈরি করেছেন তিনি। প্রতিদিন শাহরুখের বাড়ির বাইরে তিনি কী করছেন, তার আপডেট দিচ্ছেন টুইটারে। প্রতিটি টুইটেই শাহরুখকে ট্যাগ করছেন জয়ন্ত।

আরও পড়ুন, খেতে ইচ্ছে করছে ফুচকা, বড়াপাও, কিন্তু কোন খাবার বেছে নিলেন অনুষ্কা?

জয়ন্তর এই কাজ নেট নাগরিকদের নজরে এসেছে। অনেকেই তাঁর পোস্ট শেয়ার করেছেন। এত শেয়ার হওয়ার ফলে, শাহরুখ যদি কোনওভাবে ভক্তের ডাকে সাড়া দেন, এখন সেটাই আশা করছেন অনুরাগীরা। যদিও শাহরুখের তরফে এখনও এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

Next Article