খেতে ইচ্ছে করছে ফুচকা, বড়াপাও, কিন্তু কোন খাবার বেছে নিলেন অনুষ্কা?

সিন্ধ্রি কোকি, সিউপুরি, পাঁপড়, রকমারি ফল সাজিয়ে দেওয়া হয়েছিল অনুুষ্কার খাওয়ার টেবিলে। আর এই সব খাবার পাঠানোর জন্য এক বন্ধুকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

খেতে ইচ্ছে করছে ফুচকা, বড়াপাও, কিন্তু কোন খাবার বেছে নিলেন অনুষ্কা?
অনুষ্কা শর্মা।
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 12:02 PM

ইদানীং প্রতিদিন সকালে উঠেই একবার নিউজ ফিড চেক করে নিচ্ছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলির অনুরাগীরা। প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি। অপেক্ষার পারদ চড়ছে ভক্ত মহলেও। প্রেগন্যান্সি পিরিয়ডে বিভিন্ন ছবি বা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন অনুষ্কা। ধীরে ধীরে শরীরের মধ্যে বেড়ে উঠেছে একটা নতুন প্রাণ। তার গল্প একটু একটু করে শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রেগন্যান্সির প্রথম কয়েক মাস চিকিৎসকের পরামর্শ মতো ডায়েটে ছিলেন অনুষ্কা। যেটা নাকি তাঁকে খেতে বারণ করা হয়েছিল, সেটাই খেতে ইচ্ছে হত। কখনও বড়াপাও, কখনও বা ফুচকার জন্য ক্রেভিং হত হবু মায়ের। তবে এখন প্রেগন্যান্সির শেষ পর্যায়ে পছন্দমতো সব খাবারই খাচ্ছেন অনুষ্কা। সদ্য সিন্ধ্রি খাবারে সাজিয়ে দেওয়া হয়েছিল তাঁর মেনু। সে ছবিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন অনুষ্কা।

আরও পড়ুন, ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেকে শ্রীদেবী অভিনীত চরিত্রে এবার জাহ্নবী?

সিন্ধ্রি কোকি, সিউপুরি, পাঁপড়, রকমারি ফল সাজিয়ে দেওয়া হয়েছিল অনুুষ্কার খাওয়ার টেবিলে। আর এই সব খাবার পাঠানোর জন্য এক বন্ধুকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

anushka-food

এই সব ছিল অনুষ্কার মেনুতে। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন, নতুন রূপে ফ্রেমবন্দি হলেন ইমন-নীলাঞ্জন

প্রথমবার মা হওয়ার পর দ্রুত ফ্লোরে ফেরার ট্রেন্ড সেট করেছিলেন করিনা কপূর খান। তৈমুরের জন্মের কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করতে চান করিনা। যদিও অনুষ্কা সাময়িক বিরতি চান বলেই বলি সূত্রে খবর। আপাতত সন্তান তাঁর প্রায়োরিটি। তাই কবে ফের অভিনয়ে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর প্রযোজনার কাজ চলবে পুরোদমে।