আট বছর পেরল রাজকুমার রাও, অমিত সাধ এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘কাই পো চে’। আজকের দিনে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল অভিষেক কাপুর পরিচালিত অত্যন্ত প্রশংসিত এবং সমালোচিত ছবি ‘কাই পো চে’। আজ যখন স্মৃতি রাস্তায় হাঁটলেন রাজকুমারস মনে পড়ে গেল আট বছর আগে প্রয়াত সুশান্তের সঙ্গে শুটিং সেটে কাটানো টুকরো মুহূর্ত।
আরও পড়ুন স্ক্রিনে প্রথমবার রণবীর-শ্রদ্ধা, দোলে রিলিজ করছে ‘রমকম’ ছবি
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পোস্টার শেয়ার করে এক মিষ্টি নোট লেখেন রাজকুমার।
তিনি লেখেন, “যে ছবি আমাকে একজন অভিনেতা হিসেবে বেড়ে উঠতে, আরও সহানুভূতিশীল হতে শিখিয়েছে… ‘কাই পো চে’-র আট বছর সেলিব্রেট করছি। মনে হচ্ছে গতকাল সুশান্ত, অমিত, এবং আমি ছবির শুটিং করছি। তোমায় খুব মিস করছি প্রিয় সুশান্ত সিং রাজপুত।’
একান্ত এক সাক্ষাৎকারে পরিচালক অভিষেক কাপুর, তাঁর সঙ্গে প্রয়াত সুশান্তের কাজ করার প্রথম অভিজ্ঞতা নিয়ে বলেন, “সুশান্তকে কাস্টিং করার আগে আমি ওর কাজ কখনও দেখিনি। সে সময়ে, বলিউড ইন্ডাস্ট্রি টেলিভিশন অভিনেতাদের ঠিকভাবে গ্রহণ করত না। কিন্তু ছবির পরবর্তীতে! মানুষ আমার প্রতি বিশ্বাস রাখে,
আর যদি এফোর্টের কথা বলেন, সুশান্তকে বদলানোর ক্ষেত্রে কোনও প্রচেষ্টা করতে হয়নি। ও শুরু থেকেই ঠিক দারুণ ছিলেন এবং প্রথম দিন থেকেই আমি জানতাম যে আমাদর সফর দুর্দান্ত হতে চলেছে। ছবির এক দৃশ্যে যেখানে সুশান্ত ছাত্রদের পিচে ব্যাট ঠোকা সম্পর্কে শেখায়, ওর বডি ল্যাঙ্গোয়েজ দেখে বুঝে গিয়েছিলাম যে ও চরিত্রে দাঁত বসিয়ে ফেলেছে।”