স্ক্রিনে প্রথমবার রণবীর-শ্রদ্ধা, দোলে রিলিজ করছে ‘রমকম’ ছবি
ছবিতে শুধু রণবীর-শ্রদ্ধা নন। দেখা যাবে আরও এক নতুন জুটিকে। ছবিতে রণবীর কপূরের বাবা-মা হতে চলেছেন বনি কপূর এবং ডিম্পল কাপাডিয়া। বনি এবং ডিম্পলের জুটিকেও বলিউডে প্রথমবার দেখা যাবে।
লাভ রঞ্জন পরিচালিত নতুন রমকম ছবিতে (যার নাম অবশ্য ঠিক হয়নি) রয়েছেন এক নতুন জুটি। রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। ছবি ঘোষণার পর থেকে ফ্যানদের শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। আর আজ প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ। পরের বছপ দোল অর্থাৎ ১৮ মার্চ ২০২২ মুক্তি পাবে রণবীর-শ্রদ্ধা অভিনীত ছবিটি।
ছবিতে শুধু রণবীর-শ্রদ্ধা নন। দেখা যাবে আরও এক নতুন জুটিকে। ছবিতে রণবীর কপূরের বাবা-মা হতে চলেছেন বনি কপূর এবং ডিম্পল কাপাডিয়া। বনি এবং ডিম্পলের জুটিকেও বলিউডে প্রথমবার দেখা যাবে।
Mark your calendars! Luv Ranjan’s next starring #RanbirKapoor & @ShraddhaKapoor will release on Holi 2022, 18th March! Produced by @luv_ranjan & @gargankur, presented by #GulshanKumar & #BhushanKumar. Also starring #DimpleKapadia & @BoneyKapoor. @LuvFilms @TSeries.
— Luv Films (@LuvFilms) February 19, 2021
সূত্রের খবর, গত ৯ জানুয়ারি নয়ডাতে নতুন ছবির কাজ শুরু করেছেন রণবীর এবং শ্রদ্ধা। চিত্রনাট্য অনুযায়ী, রণবীরের বাবা একজন ধনী ব্যক্তি। তাঁর আত্মবিশ্বাসও প্রচুর। লেখার সময় নাকি বনি কপূরকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করেছিলেন নির্মাতারা। কিন্তু বনিকে অভিনয় করতে রাজি করাটা নাকি সহজ ছিল না। ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি নাকি এ বিষয়ে অর্জুন কাপুরের সাহায্য নিয়েছিলেন। অর্জুন সরাসরি বনিকে প্রস্তাব দেন। তারপর বনিকে রাজি করাতে মাঠে নামেন অংশুলা, জাহ্নবী এবং খুশি। সন্তানদের আবদার ফেরাতে না পেরে অভিনয় করতে বনি রাজি হয়েছেন বলে খবর।
View this post on Instagram
লাভ রঞ্জন ‘রমকম’ ছবির পরিচালক হিসেবে বিশেষভাবে পরিচিত। এর আগে তিনি ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির পরিচালনা করেছেন। রণবীর-শ্রদ্ধা অভিনীত ‘রমকম’টির প্রযোজক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ।